Ajker Patrika

আশ্রয়ণের ঘর ও দলিল পেয়ে খুশি তাঁরা

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ২০: ০৭
আশ্রয়ণের ঘর ও দলিল পেয়ে খুশি তাঁরা

মাদারীপুরের রাজৈর উপজেলায় মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি ও জমির দলিল ৬৭ ভূমি ও গৃহহীনের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামান চাবি ও জমির দলিল ভূমি ও গৃহহীনদের হাতে তুলে দেন। আশ্রয়ণের ঘর পেয়ে খুশি তাঁরা।

জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের গঙ্গবর্দি ও ইশিবপুর এলাকায় মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের ২ শতক জমির দলিল ও ঘরের চাবি ৬৭টি ভূমি ও গৃহহীনদের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন। মুজিববর্ষের ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ পেয়ে খুশি হতদরিদ্রর পরিবারগুলো। মাথা গোঁজার ঠাঁই পেয়ে স্বস্তিতে বসবাসের সুযোগ পাচ্ছেন এ ঠিকানাহীন মানুষেরা।

ঘর ও জমির দলিত পাওয়া নাইম শেখ বলেন, ‘ভাড়ায় ভ্যান চালিয়ে সংসার চালাই। দুই ভাই আর বাবা-মাকে নিয়ে উপজেলার বৌলগ্রাম এলাকায় অন্যের বাড়িতে থাকি। মুজিববর্ষ উপলক্ষে ২ শতক জমিসহ একটি বসতঘর পেয়েছি।’

বৃদ্ধা সুফিয়া বেগমের স্বামী-সন্তান নেই। নেই থাকার কোনো ঘর কিংবা জমি। বৃষ্টি আর শীতে কখনো কখনো অন্যের ঘরের বারান্দায় ঠাঁই হয়। তবে অধিকাংশ সময় বঞ্চনার শিকার হতে হয় তাঁকে। এবার নিজের জায়গা ও থাকার ঘর পাওয়ায় খুশি সুফিয়া বেগম। নতুন ঘর ও জমি পাওয়া ৬৭টি বাস্তুহারা পরিবারে খুশির জোয়ার বইছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত