Ajker Patrika

আশ্রয়ণের ঘর ও দলিল পেয়ে খুশি তাঁরা

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ২০: ০৭
আশ্রয়ণের ঘর ও দলিল পেয়ে খুশি তাঁরা

মাদারীপুরের রাজৈর উপজেলায় মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি ও জমির দলিল ৬৭ ভূমি ও গৃহহীনের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামান চাবি ও জমির দলিল ভূমি ও গৃহহীনদের হাতে তুলে দেন। আশ্রয়ণের ঘর পেয়ে খুশি তাঁরা।

জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের গঙ্গবর্দি ও ইশিবপুর এলাকায় মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের ২ শতক জমির দলিল ও ঘরের চাবি ৬৭টি ভূমি ও গৃহহীনদের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন। মুজিববর্ষের ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ পেয়ে খুশি হতদরিদ্রর পরিবারগুলো। মাথা গোঁজার ঠাঁই পেয়ে স্বস্তিতে বসবাসের সুযোগ পাচ্ছেন এ ঠিকানাহীন মানুষেরা।

ঘর ও জমির দলিত পাওয়া নাইম শেখ বলেন, ‘ভাড়ায় ভ্যান চালিয়ে সংসার চালাই। দুই ভাই আর বাবা-মাকে নিয়ে উপজেলার বৌলগ্রাম এলাকায় অন্যের বাড়িতে থাকি। মুজিববর্ষ উপলক্ষে ২ শতক জমিসহ একটি বসতঘর পেয়েছি।’

বৃদ্ধা সুফিয়া বেগমের স্বামী-সন্তান নেই। নেই থাকার কোনো ঘর কিংবা জমি। বৃষ্টি আর শীতে কখনো কখনো অন্যের ঘরের বারান্দায় ঠাঁই হয়। তবে অধিকাংশ সময় বঞ্চনার শিকার হতে হয় তাঁকে। এবার নিজের জায়গা ও থাকার ঘর পাওয়ায় খুশি সুফিয়া বেগম। নতুন ঘর ও জমি পাওয়া ৬৭টি বাস্তুহারা পরিবারে খুশির জোয়ার বইছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত