নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চারটি পোশাক রপ্তানির চালানের মাধ্যমে সাড়ে ৬ কোটির বেশি টাকা পাচার চেষ্টা ঠেকানোর দাবি করেছেন কাস্টমস কর্মকর্তারা। গত বুধবার রাতে বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ২০২০ সালের ২৫ অক্টোবর থেকে ২০২২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত ১১৩টি পণ্যের চালান রপ্তানি করে আরএম সোর্সিং বাংলাদেশ নামের প্রতিষ্ঠানটি। রাজধানী ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের ৬৯ প্লটের রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের ১৬৮ সদরঘাটের বেঙ্গল প্রগ্রেসিভ এন্টারপ্রাইজ। চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে চালানগুলো ফিলিপাইনে রপ্তানির জন্য কেডিএস লজিস্টিকস লিমিটেড নামের বেসরকারি ডিপোতে কনটেইনারে লোড করা হয়।
জানতে চাইলে কাস্টমস হাউসের উপকমিশনার (এআইআর শাখা) মো. শরফুদ্দিন মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘রপ্তানিকারক প্রতিষ্ঠানটি ঘোষণার বেশি পণ্য পাঠাচ্ছে—গত ১২ জানুয়ারি এমন গোপন সংবাদ পাই। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমরা পণ্যের চালানগুলোর রপ্তানি স্থগিত করি। পাশাপাশি অনলাইনে চালানগুলো বিশ্লেষণ করে চারটি চালানে বেশি থাকতে পারে—এমন সন্দেহ হলে সেগুলো কায়িক পরীক্ষা করে নিশ্চিত হই।’
চারটি চালানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা পাচারের অপচেষ্টা চালায় বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা। তিনি বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাস্টমস হাউসের এআইআর শাখা সূত্রে জানা গেছে, চারটি বিল অব এক্সপোর্টের বিপরীতে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি আইএফআইসি ব্যাংকের মাধ্যমে এলসি করে। তাদের ঘোষিত ২৪ হাজার ৩৪৪ পিসের (প্রতি চালানে ৬ হাজার ৮৬ পিস) বিপরীতে মোট ২৯ হাজার ৯৪৪ ইউরো (প্রতি পিসের ঘোষিত মূল্য ১ দশমিক ২৩ ইউরো) বা ২৯ লাখ ৬০ হাজার ২৪৮ টাকা পাওয়া যেত। তবে সঠিক ঘোষণা থাকলে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৫২ টাকা পাওয়া যেত। এই চার চালানে ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা পাচারের অপচেষ্টা করে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।
চারটি পোশাক রপ্তানির চালানের মাধ্যমে সাড়ে ৬ কোটির বেশি টাকা পাচার চেষ্টা ঠেকানোর দাবি করেছেন কাস্টমস কর্মকর্তারা। গত বুধবার রাতে বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ২০২০ সালের ২৫ অক্টোবর থেকে ২০২২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত ১১৩টি পণ্যের চালান রপ্তানি করে আরএম সোর্সিং বাংলাদেশ নামের প্রতিষ্ঠানটি। রাজধানী ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের ৬৯ প্লটের রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের ১৬৮ সদরঘাটের বেঙ্গল প্রগ্রেসিভ এন্টারপ্রাইজ। চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে চালানগুলো ফিলিপাইনে রপ্তানির জন্য কেডিএস লজিস্টিকস লিমিটেড নামের বেসরকারি ডিপোতে কনটেইনারে লোড করা হয়।
জানতে চাইলে কাস্টমস হাউসের উপকমিশনার (এআইআর শাখা) মো. শরফুদ্দিন মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘রপ্তানিকারক প্রতিষ্ঠানটি ঘোষণার বেশি পণ্য পাঠাচ্ছে—গত ১২ জানুয়ারি এমন গোপন সংবাদ পাই। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমরা পণ্যের চালানগুলোর রপ্তানি স্থগিত করি। পাশাপাশি অনলাইনে চালানগুলো বিশ্লেষণ করে চারটি চালানে বেশি থাকতে পারে—এমন সন্দেহ হলে সেগুলো কায়িক পরীক্ষা করে নিশ্চিত হই।’
চারটি চালানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা পাচারের অপচেষ্টা চালায় বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা। তিনি বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাস্টমস হাউসের এআইআর শাখা সূত্রে জানা গেছে, চারটি বিল অব এক্সপোর্টের বিপরীতে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি আইএফআইসি ব্যাংকের মাধ্যমে এলসি করে। তাদের ঘোষিত ২৪ হাজার ৩৪৪ পিসের (প্রতি চালানে ৬ হাজার ৮৬ পিস) বিপরীতে মোট ২৯ হাজার ৯৪৪ ইউরো (প্রতি পিসের ঘোষিত মূল্য ১ দশমিক ২৩ ইউরো) বা ২৯ লাখ ৬০ হাজার ২৪৮ টাকা পাওয়া যেত। তবে সঠিক ঘোষণা থাকলে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৫২ টাকা পাওয়া যেত। এই চার চালানে ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা পাচারের অপচেষ্টা করে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫