Ajker Patrika

ইউপি সদস্যকে হয়রানির অভিযোগ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৯
ইউপি সদস্যকে হয়রানির অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে ইউপি সদস্য আনিছ তরফদারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। নির্বাচনে পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম তাঁর বিরুদ্ধে জমি ক্রয় নিয়ে একটি মামলা করেন। এ নিয়ে জাড়খালি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওই সদস্যের অভিযোগ নির্বাচনে হারার ক্ষোভে তাঁর বিরুদ্ধে মামলা দিয়েছে সাইফুল।

এজাহারে বলা হয়, আনিছের কাছ থেকে জমি ক্রয় করার উদ্দেশ্যে সাইফুল ইসলাম ও মিরাজ দুজনে ৫ লাখ টাকা করে বায়না দেন। আনিছ স্বাক্ষর করা একটি অঙ্গীকারনামা সাইফুলের হাতে তুলে দেন। পরে নির্বাচনের পর বাকি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করতে চাইলে তিনি জমি দিতে অস্বীকার করেন।

এ ব্যাপারে আনিছ তরফদার বলেন, ‘২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আমার কাছে হেরে যান সাইফুল। পরাজিত হওয়ার পর থেকে তিনি আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। এ ছাড়া আমাকে হয়রানি করতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমার বিরুদ্ধে আদালতে অভিযোগ দিয়েছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতেই এর সত্যতা প্রমাণ হবে।’

এ ব্যাপারে ওই ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, ‘আনিছ পরিষদের একজন প্যানেল চেয়ারম্যান। ৫ বছরে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ শুনি নাই। শুনছি তাঁর বিরুদ্ধে একটি মামলা করছে সাইফুল। বিষয়টি খুবই দুঃখ জনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত