Ajker Patrika

কয়রায় ঋণ পেলেন ১২ যুবক

কয়রা প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ০৩
কয়রায় ঋণ পেলেন ১২ যুবক

কয়রা উপজেলার ১২ জন বেকার যুবকের হাতে ঋণের পাঁচ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে গত সোমবার কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়াজনে পরিষদ মিলনায়তনে এ ঋণের চেক বিতরণ করা হয়। যুবসমাজে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এ ঋণ দেওয়া হয়।

ঋণ প্রদানের আগে সকাল ১০টায় জাতীয় যুব দিবস উপলক্ষে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার কাজী মাস্তাহিন বিল্লাহ। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কার মোল্লা। নবযাত্রা প্রকল্পের সুজাউদ্দিন এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, আটরা রংধনু ক্লাবের সভাপতি আছাফুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বয়স্ক ব্যক্তিরা ইতিহাস লিখেন কিন্তু যুবসমাজ ইতিহাস তৈরি করে। যুবসমাজই একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত