Ajker Patrika

স্বাভাবিক প্রসবে রেকর্ড

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১০: ৩৪
স্বাভাবিক প্রসবে রেকর্ড

সারা দেশে ক্রমবর্ধমান অস্ত্রোপচারে প্রসবের মতো দোহার উপজেলাও ব্যতিক্রম ছিল না। কিন্তু দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে স্বাভাবিক প্রসবের সুবিধার কারণে দিনদিন মানুষের ধারণা পাল্টে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ঝাঁক দক্ষ ধাত্রী (মিডওয়াইফ) সেই ধারণাকে পাল্টে দিয়েছেন। গত অক্টোবরে ঢাকা জেলার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে রেকর্ড করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নভেম্বরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০টি স্বাভাবিক প্রসব ও ৬টি অস্ত্রোপচারে প্রসব করা হয়েছে। অক্টোবর মাসে বেসরকারি ক্লিনিকে ২৯০ এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অস্ত্রোপচারে প্রসব হয়। যা ঢাকা জেলার অন্য স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে রেকর্ড।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে কোনো খরচ লাগে না। উল্টো চিকিৎসা সেবাসহ সকল ওষুধপত্রের খরচ সরকারিভাবে বহন করা হয়। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ভূমিকায় সারা দেশে সব স্বাস্থ্য কমপ্লেক্স উৎসাহিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ইতিমধ্যে দোহার উপজেলা পরিষদের তত্ত্বাবধানে ও জাইকার অর্থায়নে ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব কক্ষ (ডেলিভারি রুম) সংস্কার করা হয়েছে। স্বাভাবিক প্রসবে উৎসাহিত করার জন্য ঢাকা মিডওয়াইফারি নার্সিং কলেজ থেকে ২৪ জন ছাত্রী প্রশিক্ষণের জন্য এসেছেন।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালমান এফ রহমান, ঢাকার সিভিল সার্জন মঈনুল আহসান, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ও ইউএনও ফিরোজ মাহমুদ ডাক্তার, নার্স, ধাত্রীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের এ ব্যাপারে উৎসাহ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।’

স্বাস্থ্য অধিদপ্তর তার বিজ্ঞপ্তিতে আরও জানায়, এ বছর অক্টোবরে ঢাকা জেলায় স্বাভাবিক প্রসবে রেকর্ড এ উপজেলার জন্য একটি বড় ধরনের অর্জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসবের দায়িত্ব থাকা চিকিৎসক দোলা আক্তার বলেন, ‘ধীরে ধীরে সিজারের (অস্ত্রোপচারে প্রসব) প্রচলন কমে আসছে। আমরা এখন স্বাভাবিক প্রসবে শতভাগ সাফল্যের দ্বারপ্রান্তে। আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অনেকে সিজার করাতে চান। কিন্তু আমরা তাঁদের ভালো করে বুঝিয়ে নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) করাতে পারি। আমরা গর্ভবতী মায়েদের কাছে নরমাল ও সিজার ডেলিভারির মধ্যে সুবিধা-অসুবিধা তুলে ধরায় এখন নরমাল ডেলিভারি বেশি করাতে পারছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত