Ajker Patrika

দশমিনায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩: ২৯
দশমিনায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিরোধীয় জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পুজাখলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মোসা. এনা (১৪), মোসা. রোকেয়া আক্তার মুকুল (৪৫) ও মোসা. রুমা বেগম (৩০)। আহতদের দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক এর মধ্যে গুরুতর আহত মোসা. এনাকে বরিশাল শেবাচিমে পাঠিয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মো. হাফিজুর রহমান হাফিজ ও মো. কামরুল ইসলাম মৃধার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল মাহাম্মুদ লিটনের অনুমতি নিয়ে হাফিজের স্ত্রী রোকেয়া আক্তার মুকুল ও মেয়ে এনা বেগম মিস্ত্রী দিয়ে ঘর নির্মাণ করতে গেলে মো. কামরুল ইসলাম মৃধার স্ত্রী বাঁধা দিলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের তিনজন আহত হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদি হাসান বলেন, ‘এ বিষয় এখন পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত