Ajker Patrika

চেয়ারম্যানের বিরুদ্ধে আট সদস্যের অনাস্থা

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১০: ০২
চেয়ারম্যানের বিরুদ্ধে আট সদস্যের অনাস্থা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামসুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব করেছেন আটজন সদস্য। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ইউপির আটজন সদস্যের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়। এদিকে, অভিযোগের পর নোয়াগাঁও ইউপির সচিব মাহমুদা খানমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে স্বাক্ষর করা ইউপি সদস্যরা হলেন ১ নম্বর ওয়ার্ডের রহিম, ৪ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৫ নম্বরের সেলিম মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান মনির এবং সংরক্ষিত মহিলা সদস্য মিনারা বেগম, জায়েদা ও নাছিমা। অভিযোগে বাকি চার ইউপি সদস্য স্বাক্ষর করেননি।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেওয়া টাকার শতকরা এক শতাংশও চেয়ারম্যান সঠিকভাবে বণ্টন করছেন না। সদস্যরা এ বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন। এখন পর্যন্ত সরকারি ভাতাও দেওয়া হচ্ছে না। টিসিবির পণ্য চেয়ারম্যানের পছন্দের লোকজনকে দেওয়া হচ্ছে। জন্মনিবন্ধনের জন্য অতিরিক্ত ফি আদায়, ভুয়া সনদ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি।

অভিযোগকারী ইউপি সদস্য সেলিম বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করলে চেয়ারম্যান সামসুল আলম পরিষদের ভেতর তাঁর ব্যক্তিগত পিস্তল প্রদর্শন করে আমাদের ভয়ভীতি দেখান।’

নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান সামসুল আলম জানান, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতেই প্রতিটি কাজ করা হয়।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পরিষদের সচিবকে প্রত্যাহার করা হয়েছে। চেয়ারম্যানের দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত