Ajker Patrika

ভয় দেখিয়ে নারী নির্যাতন প্রতিরোধ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ৩৫
ভয় দেখিয়ে নারী নির্যাতন প্রতিরোধ করা যাবে না

বাল্যবিবাহ প্রতিরোধে আইনের প্রভাব সামান্য। ভয়ভীতি দেখিয়ে নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়। নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তির নিয়ম থাকলেও বাস্তবে তা হয় না। নারী নির্যাতন প্রতিরোধে ‘আমরাই পারি’ জোটের জাতীয় সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। গতকাল শনিবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম পর্বে ‘নারীর প্রতি সহিংসতা: আইনের প্রয়োগ, শিখন ও প্রতিবন্ধকতা’ এবং ‘বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ: আর্থসামাজিক চালিকাশক্তি ও আইনের সীমাবদ্ধতা’ শীর্ষক গবেষণা ও অধ্যয়ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে বলা হয়, নানা কারণে মেয়েদের বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। করোনার কারণে বাল্যবিবাহ এবং নির্যাতন দুটোই বেড়েছে। তবে এর সঠিক তথ্য-উপাত্ত নেই।

সম্মেলনে নারী নির্যাতন প্রতিরোধে ৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করা ও বৈষম্যমূলক আইন সংশোধন করা।

সম্মেলনের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দরিদ্রতা এবং নিরক্ষরতা নির্মূলের মতো আমরা নির্যাতনকে নির্মূল করতে পারিনি। সমাজের সব নির্যাতন এবং অন্যায় দূর করতে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে কাজ করতে হবে। তিনি বাস্তবতার কথা বিবেচনা করে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের সমাপনী বক্তব্যে সভাপ্রধান এবং ‘আমরাই পারি’ জোটের চেয়ারপারসন মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, নারীর ক্ষমতায়ন হয়েছে কিন্তু নারীর সম অবস্থান তৈরি হয়নি। সভায় উপস্থিত চেঞ্জমেকারদের দেশ গড়ার কাজে যুক্ত থাকার আহ্বান জানান তিনি। তিনি চেঞ্জমেকারদের উদ্দেশে বলেন, অন্য দেশের সঙ্গে আমাদের জাতীয় সংগীতের পার্থক্য হচ্ছে—আমরা আমাদের দেশকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছি। তাই একটি অসাম্প্রদায়িক, নির্যাতনমুক্ত, সহিংসতাহীন, সভ্য, সব মানুষের জন্য সমমর্যাদার দেশ গড়ে তোলার কাজ আমাদের করতে হবে।

সম্মেলনে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করায় প্রথমবারের মতো পাঁচজনকে ‘আমরাই পারি চেঞ্জমেকার’ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—রংপুরের তানজিলা তাসনিম ও দেলোয়ার হোসেন, ঢাকার হুমায়রা বেগম এবং দিনাজপুরে নির্যাতিত এক শিশুর মা ও নোয়াখালীর এক নির্যাতিতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত