Ajker Patrika

কুমারখালী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩: ৩০
কুমারখালী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে গত বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে জেলা কমিটি। জেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই উদ্যোগ বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে জীবন বৃত্তান্ত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, ২০১৯ সালের ৪ এপ্রিল তারিখে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের কমিটিকে বিলুপ্তি করে ৪ জুন হঠাৎ করে অছাত্র, মাদক ব্যবসায় জড়িত এবং রাজপথের ত্যাগী কর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করে সদ্য বিলুপ্ত কমিটি জেলা কমিটি। তাঁদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কমিটিতে পদায়নের অভিযোগও ছিল। এসব কারণে পদবঞ্চিতদের আন্দোলনের মুখে ৯ জুন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। এরপর গত বছরের ৯ জানুয়ারি হঠাৎ ৪৩ সদস্যবিশিষ্ট একটি বিতর্কিত কমিটি প্রকাশ করা হয়। তবে কমিটির সভাপতির বয়স নিয়েও বিতর্কে একদিন পরে সভাপতিকে বাদ দিয়ে ৪ নম্বর সহসভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরে তাঁকেই সভাপতি মনোনীত করা হয়। সেই কমিটিতেও অছাত্র, ব্যবসায়ী, চাকুরজীবী, জামাত-শিবিরেরর থাকায় পদবঞ্চিতরা আবারো মাঠে নেমেছিল। তবে এক বছরের কমিটি দুবছর পার করার পর অবশেষে গত বুধবার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এ বিষয়ে সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন হাসান সোহেল বলেন, ‘কমিটির মেয়াদ না থাকায় সাংগঠনিক নিয়মানুযায়ী বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা কমিটি।’

জেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান অনিক বলেন, ‘করোনার কারণে কমিটি বিলুপ্তি ঘোষণা করতে বিলম্ব হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত