Ajker Patrika

উদ্বোধনের অপেক্ষায় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রতিনিধি, বারহাট্টা (নেত্রকোনা) 
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২৮
উদ্বোধনের অপেক্ষায় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। শয্যা বাড়াতে নতুন করে ভবন নির্মাণও করা হয়েছে। শুধু উদ্বোধনের অপেক্ষা। তবে স্বাস্থ্য সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাড়ছে না স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও কর্মচারী। ফলে কাঙ্ক্ষিত সেবা এখনই পাচ্ছেন না বারহাট্টা উপজেলাবাসী।

হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের আমলে ৩১ শয্যা বিশিষ্ট বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপন করা হয়। তবে শুরুতেই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও লোকবল সংকট দেখা দেয়। ডাক্তার, কনসালট্যান্ট, টেকনোলজিস্ট ও এক্স-রে মেশিনসহ বিভিন্ন পদে লোকবল সংকটের কারণে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছিলেন না সাধারণ জনগণ। একমাত্র অ্যাম্বুলেন্সের চালক নেই অনেক দিন ধরে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমান ৩১ শয্যার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন জুনিয়র কনসালট্যান্ট থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন, ১৪ জন নার্সের পরিবর্তে আছেন নয়জন, দুজন ডেন্টিস্টের মধ্যে আছেন একজন, দুজন মেডিকেল অফিসারের বদলে আছেন একজন। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নেই শিশু ওয়ার্ড। হাসপাতালে নরমাল ডেলিভারি করানোর ব্যবস্থা থাকলেও কোনো সিজারের মাধ্যমে ডেলিভারি করা হয় না। কারণ প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার ও অ্যানেসথেসিয়া ডাক্তার নেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মেডিকেল অফিসার, জুনিয়র কনসালট্যান্ট, নার্সসহ অন্যান্য জনবল সংকটের কারণে রোগীদের যথাযথ সেবা দেওয়া যাচ্ছে না। তবুও সমন্বয় করেই আউটডোর ও ইনডোরে যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে।’

আর জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সের চালক নিয়োগের জন্য সিভিল সার্জনকে জানানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সরকারিভাবে ৫০ শয্যার অনুমোদন পাওয়ার পরই জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আবশ্যকীয় জনবলের জন্য চাহিদাপত্র পাঠানোও হবে হাসপাতালের পক্ষে থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত