Ajker Patrika

অটোরিকশায় ভাড়া দ্বিগুণ, জিম্মি যাত্রীরা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১১: ৪২
অটোরিকশায় ভাড়া দ্বিগুণ, জিম্মি যাত্রীরা

মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কে সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছে জিম্মি যাত্রীরা। নানা অজুহাতে যাত্রীদের থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন তাঁরা। যাত্রীদের অভিযোগ, গন্তব্যে পৌঁছাতে তাঁদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, সাইফুর রহমান সড়কের চৌমহনা থেকে কুসুমবাগ পয়েন্ট পর্যন্ত পৌরসভা পাঁচ টাকা ভাড়া নির্ধারণ করে দেয়। এদিকে সিএনজি মালিক সমিতি ও চালক সমিতি সেটা মেনে নেয়। কিন্তু এখন অধিকাংশ চালক সেই নির্দেশনা মানছেন না। তাঁরা যাত্রীদের থেকে ১০ টাকা করে আদায় করছেন।

অটোরিকশাচালক ওয়াসিদ মিয়া বলেন, ‘নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে গ্যাস স্টেশনে গিয়ে গ্যাস পাওয়া যায় না। আমাদের সংসার তো চালাতে হবে। এ জন্য মাঝেমধ্যে ভাড়া বেশি নিই। তবে সব সময় নিই না।’

এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন কাওছার আহমেদ। তিনি বলেন, ‘যানজট, গ্যাস নেই, গরম বেশি পড়েছে এমন নানা অজুহাতে ৫ টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছেন চালকেরা।’

সড়ক এম সাইফুর রহমান সড়কে শহরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন কয়েক হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে এই সড়কে যাতায়াত করেন। মূলত যাতায়াতের মাধ্যম টমটম, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা।

এসব অটোরিকশার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায়ের। শুধু তা-ই নয়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

শহরের বাসিন্দা আজমত হোসেন বলেন, অধিক ভাড়ায় বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে ছাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়। এর প্রতিবাদ করলে চালকেরা দুর্ব্যবহার করেন।

জেলা টেম্পো, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম বলেন, ‘নির্ধারিত ভাড়া নেওয়ার জন্য আমরা চালকদের বলেছি। অধিক ভাড়া আদায়ের বিষয় জানা নেই।’

কাউন্সিলর সালেহ আহমেদ পাপ্পু বলেন, ‘মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের নির্দেশে সিএনজি-টমটমচালকদের সঙ্গে আলাপ করেছি। মেয়রের নির্দেশমতো ভাড়া পাঁচ টাকার বেশি দাবি করলে এসব যানবাহন বন্ধ করে দেওয়া হবে বলে চালকদের সতর্ক করেছি। যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত