Ajker Patrika

খরচ কম, লাভ বেশি

মো. আরাফাত হোসাইন, রাউজান
খরচ কম, লাভ বেশি

চট্টগ্রামের রাউজানে অসময়ে তরমুজ চাষ করে লাভবান হয়েছেন দুই কৃষক। প্রথমবারের মতো তরমুজ চাষে অল্প খরচে বেশি লাভ হওয়ায় তাঁদের মুখে হাসি ফুটেছে। উপজেলার ডাবুয়া ইউনিয়নের কৃষক নারায়ণ চন্দ্র ও হিংগলা গ্রামের কৃষক শামসুল আলম ১০ শতাংশ জমিতে এ তরমুজ চাষ করে সফল হন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে উপজেলায় এই প্রথম অসময়ের তরমুজ চাষ করা হয়। কৃষকদের একেকজনের খেতে খরচ হয়েছে ২০ থেকে ২২ হাজার টাকা। তাঁদের প্রত্যেকে এ পর্যন্ত তরমুজ বিক্রি করে আয় করেছেন লাখ টাকার কাছাকাছি। খেতে এখনো যে পরিমাণ তরমুজ রয়েছে, সেগুলো বিক্রি হলে দুজনের সাড়ে তিন থেকে চার লাখ টাকা লাভ হবে।

কৃষক নারায়ণ বলেন, ‘ফলন বেশি হওয়ায় কম খরচে অনেক লাভ হয়েছে। ইতিমধ্যে ফল বিক্রি করে আমাদের খরচের টাকা উঠে লাভ এসেছে। খেতে এখনো তরমুজ ঝুলছে। আশা করছি, যদি আবহাওয়া ঠিক থাকে, তাহলে আয় ভালো হবে। ভালো স্বাদের এ তরমুজের বাজারদর ও চাহিদা অনেক বেশি।’ শামসুল আলমও প্রায় একই কথা বলেন।

মাটির উর্বরতা বেশি থাকায় কৃষক নারায়ণের জমিতে প্রতিটি তরমুজের ওজন ৬-৭ কেজি পর্যন্ত হয়েছে। তবে আকারে তুলনামূলক ছোট হলেও কৃষক শামসুল আলম ভালো লাভের আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, ‘রাউজানে প্রথমবারের মতো প্রদর্শনী হিসেবে অসময়ের তরমুজ চাষ করার জন্য আমরা দুজন কৃষককে বিনা মূল্যে সার, বীজসহ সব ধরনের সহযোগিতা দিই। দুজনই সফল হয়েছেন। তাঁদের দেখে অন্য কৃষকেরাও উদ্ভুদ্ধ হচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত