Ajker Patrika

শোবিজের আলোচিত যত ঘটনা

বিনোদন ডেস্ক
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ২৩: ১৭
Thumbnail image

চেয়ার নিয়ে টানাটানি
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের দ্বন্দ্বে উত্তপ্ত ছিল চলচ্চিত্র অঙ্গন। দুজনেই শপথ নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন। নানা নাটকীয়তার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

বোমা ফাটালেন বুবলী
২০১৬ সাল থেকেই শাকিব খান ও শবনম বুবলীর প্রেম-বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে গত ৩০ সেপ্টেম্বর প্রথমে বুবলী জানান, তাঁর সন্তানের বাবার নাম শাকিব খান। শাকিব খানও সামাজিক মাধ্যমে একই রকম পোস্ট করে সন্তানকে স্বীকৃতি দেন।

ত্রিমুখী দ্বন্দ্ব
ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে জায়েদ খানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ওমর সানী। চড়-পিস্তলকাণ্ড, শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ, অডিও-ভিডিও বার্তা—সবকিছু মিলিয়ে গুঞ্জন ওঠে, ফাটল ধরেছে ওমর সানী ও মৌসুমীর সংসারে। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়।

নাকফুল বিতর্ক
জন্মদিনে স্বামী শাকিব খানের কাছ থেকে হীরার নাকফুল পেয়েছেন বলে জানান বুবলী। এমন খবর শুনে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস তাঁকে খোঁচা দিয়ে ফেসবুকে পোস্ট করেন। পাল্টা উত্তর দেন বুবলী। এভাবে পাল্টাপাল্টি আক্রমণের এক পর্যায়ে শাকিব জানান, তিনি বুবলীকে কোনো উপহার দেননি।

দুই নায়িকার ভার্চুয়াল যুদ্ধ 
সিনেমার প্রচারকাজে রাজ ও মিম ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছিলেন, বিষয়টি ভালোভাবে নেননি শরিফুল রাজের স্ত্রী অভিনেত্রী পরীমণি। এরপর শুরু হয় দুই নায়িকার ভার্চুয়াল যুদ্ধ। এক পর্যায়ে রাজের সঙ্গে আর সিনেমা না করার ঘোষণা দেন মিম।

খোমুখি রাফী-দীঘি
অভিনয়জগতের সিন্ডিকেট-খেলায় হাঁপিয়ে উঠেছেন দীঘি। কথা দিয়েও তাঁকে সিনেমা থেকে বাদ দেওয়ার অভিযোগ তোলেন। এ পরিপ্রেক্ষিতে দীঘির অভিনয় যোগ্যতা ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন নির্মাতা রায়হান রাফী।

যোজকের সঙ্গে মাহির দ্বন্দ্ব
সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ মুক্তির আগে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মাহিয়া মাহি ও সিনেমার সহ-প্রযোজক জেনিফার ফেরদৌস। একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন তাঁরা।

আলোচনায় দিন: দ্য ডে 
অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট ইস্যুতে নানা আলোচনা-সমালোচনায় মুখর ছিল সিনেমাপাড়া। মুক্তির আগে নির্মাতা অনন্য মামুনের সঙ্গে তর্কে জড়ান অনন্ত জলিল। সিনেমার বাজেট বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার কিছু বেশি জানিয়ে সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে সিনেমার চুক্তিপত্র প্রকাশ করেন। বকেয়া অর্থ পরিশোধ না করায় অনন্ত জলিলের বিরুদ্ধে মামলাও করেন এই ইরানি নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত