Ajker Patrika

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে যুবলীগ নেতার জিডি

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ২৯
বিএনপি নেতা আলালের বিরুদ্ধে যুবলীগ নেতার জিডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে বরগুনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক যুবলীগ নেতা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা সদর থানায় জিডি করেছেন বরগুনা সদর উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল বারি রনি।

বরগুনা সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।

আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তাতে সারা দেশ উত্তাল। তার এই বক্তব্যের কারণে মামলা করেছেন জাহাঙ্গীর হোসেন। আদালত তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

জিডিতে উল্লেখ করা হয়, মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বক্তব্য কুরুচিপূর্ণ ও প্রধানমন্ত্রীর জন্য অপমানজনক, যার কারণে জিডি করার আবেদন করেন তিনি।

বরগুনা সদর থানার ওসি কে এম তরিকুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই-বাছাই করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...