Ajker Patrika

চিতলমারীতে ব্যাকটেরিয়ায় মরছে ফলন্ত টমেটোগাছ

সেলিম সুলতান সাগর, চিতলমারী (বাগেরহাট)
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬: ৩৫
চিতলমারীতে ব্যাকটেরিয়ায় মরছে ফলন্ত টমেটোগাছ

বাগেরহাটের চিতলমারীতে ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগে আগাম ফলন্ত টমেটোগাছ মারা যাচ্ছে। বহু কষ্টে আবাদ করা টমেটোগাছ মরে যাওয়ায় চাষিদের মধ্যে হতাশা বিরাজ করছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত চাষিরা স্থানীয় কৃষি দপ্তরের সহায়তা কামনা করেছেন।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিতলমারী সদর ইউনিয়ন, চরবানিয়ারী ও সন্তোষপুর ইউনিয়নে আবাদি-অনাবাদি ও চিংড়িঘেরের পাড়ের জমিতে ব্যাপক টমেটোর চাষ করা হয়েছে। দীর্ঘদিন ধরে শীতকালীন সবজির পাশাপাশি টমেটো চাষ করে এখানকার চাষিরা লাভবান হলেও এ বছর ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগে টমেটোগাছ মরে যাচ্ছে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও থামানো যাচ্ছে না এসব রোগ-বালাই। ফলে অর্থকারী এ ফসল চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা।

উপজেলার চরবানিয়ারী দক্ষিণপাড়ার টমেটোচাষি আরতী মণ্ডল, নিতাই মণ্ডল, নরেশ চন্দ্র বাড়ৈ, নিকুঞ্জ বালা, ইন্দু ভূষণ, আবুব শিকদার, রেউল শিকদার, মাধব রায়সহ অনেকে হতাশা ব্যক্ত করে বলেন, কদিন আগেই তরতাজা গাছে ঝুলন্ত টাটকা টমেটো দেখে প্রাণ জুড়িয়েছিল চাষিদের। মনে হয়েছিল এবার ভালো ফলন গত বছরের লোকসান পুষিয়ে দেবে। কিন্তু খেতের গাছে গোড়া পচন ও পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে। নানা ওষুধ ও সার-কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল মেলেনি।

তাঁরা আরও বলেন, এখানকার টমেটো রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পাইকারদের মাধ্যমে চালান হয়ে থাকে। এর মাধ্যমে চাষিরা লাভবান হলেও এ বছর ব্যাপক ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগে লোকসান গুনতে হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার দাশ বলেন, এ বছর ৬৫০ হেক্টর টমেটোর আবাদ করা হয়েছে। টমেটো গাছে যে ভাইরাসটি দেখা দিয়েছে এটার নাম ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ। এ রোগ সম্পর্কে উঠান বৈঠকের মাধ্যমে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত