আজকের পত্রিকা ডেস্ক
মুন্সিগঞ্জে চলছে আলু রোপণের ভরা মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের ছিল কর্মব্যস্ততা। আশা ছিল, গত বছরের লোকসান এবারের ভালো ফলনে পুষিয়ে নেবেন। কিন্তু তা আর হলো না। শনিবার থেকে টানা বৃষ্টিতে জমি তলিয়ে যাচ্ছে। রোপিত বীজ আলু নষ্ট হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
টঙ্গীবাড়ি: উপজেলার বিভিন্ন এলাকার আলুর জমিগুলো তলিয়ে আছে। আলু চাষের ওপর নির্ভরশীল এ অঞ্চলের কৃষকদের রাতের ঘুম নেই। ভোর হতেই কোদাল, ভোল, বালতি নিয়ে নিজ জমিতে জমে থাকা পানি অন্যত্র সরানোর চেষ্টা করছেন। যদি শেষ রক্ষাটুকু করা যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার এ উপজেলার ১০ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় অর্ধেক জমিতে আলু রোপণ করা হয়ে গেছে। বাকি জমিতে আলু রোপণের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। এর মধ্যে হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। এতে একদিকে রোপণ করা আলুতে পচন ধরেছে, অন্যদিকে প্রস্তুত করা জমিতে রোপণ কাজ বন্ধ রাখতে হচ্ছে।
উপজেলার চর ছটফটিয়া গ্রামে গিয়ে আলুচাষি মো. মমিন শেখ বলেন, ‘এবার ঋণ করে আলু বীজ লাগিয়েছিলাম। এই বীজ আলুগুলোও পচে যাবে। এখন কী যে করব, তা ভাবতেই পারছি না।’
সিরাজদিখান: সিরাজদিখানে বৃষ্টির পানিতে ১০ হাজার কৃষকের রোপণকৃত বীজ আলুর জমি ডুবে গেছে। গতকাল সোমবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কৃষকেরা জমির পানি নিষ্কাশনের কাজ করছেন। এ ছাড়া অনেক জমিতে ১ ফুট পরিমাণ পানি জমে রয়েছে। এসব জমির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এতে কৃষকের স্বপ্নভঙ্গ দেখা দিয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত প্রস্তুত হয়নি এমন জমিতে আলু রোপণে আরও বিলম্ব হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। টানা বৃষ্টিতে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
গোবরদী গ্রামের কৃষক মো. ইয়াসিন বলেন, ‘আমি এবার ৮৪০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। টানা বৃষ্টির কারণে আমার অনেক জমি পানিতে তলিয়ে গেছে। ’
উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘নিম্নচাপ এবং অসময়ে বৃষ্টির কারণে আলুচাষিদের ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক সমাধানের জন্য কৃষি অফিসের লোকজন কাজ করছে।’
শ্রীনগর: টানা বর্ষণে শ্রীনগরে প্রায় ১ হাজার হেক্টর আলু ও সরিষার জমি পানির নিচে তলিয়ে গেছে। সদ্য রোপণ করা এসব জমির আলু বীজ ও সরিষা পুরোটাই নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বোরো ধানের বীজতলা।
গতকাল দুপুরে উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, আলুর জমিতে বৃষ্টি পানি জমে নৌকা চলার উপক্রম হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে অনেককে সেচ দিয়ে জমির পানি সরানোর বৃথা চেষ্টা করতে দেখা গেছে।
আলুচাষি কামাল শেখ বলেন, ‘জানি, পানি সেচে কোনো লাভ হবে না। তারপরও মন মানাতে পারছি না। গত বছর লোকসান হয়েছে। এ বছর ধারদেনা করে চাষে নেমেছিলাম। ভেবেছিলাম, এ বছর দাম ভালো পেলে লোকসান পুষিয়ে নিতে পারব। কিন্তু শুরুতেই এমন হয়ে গেল।’
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণী জানান, এ বছর উপজেলায় ২ হাজার ২০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে প্রায় ৬২০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। পুরোটাই এখন পানির নিচে। সরিষা আবাদ করা হয়েছে ৪৬৫ হেক্টর জমিতে। এর পুরোটাই নষ্ট হয়ে যাবে। সঙ্গে বোরো ধানের বীজতলাও নষ্ট হচ্ছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকেরা দুর্ভোগে পড়েছেন। কৃষি অফিসকে সঙ্গে নিয়ে কৃষকদের সঙ্গে বসে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। তাঁদের প্রণোদনার বিষয়ে জোর দেওয়া হবে।
গজারিয়া: গজারিয়ার বিভিন্ন ইউনিয়নে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুখেত। উপজেলার বেশ কয়েকটি গ্রামে বেশি ক্ষতি হয়েছে।
উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের আলুচাষি জামাল মিয়া জানান, তিনি ঋণ নিয়ে দুই একর জমিতে আলুর আবাদ করেছেন। পুরো খেত পানিতে তলিয়ে গেছে। এতে আলুবীজ পচে যেতে পারে।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে আলুর আবাদ হয়েছে ১ হাজার ৪১০ হেক্টর।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নুর বলেন, ‘টানা দুদিনের বৃষ্টিতে রোপণ করা বেশ কিছু জমির বীজ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সপ্তাহ শেষে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।’ এ অবস্থায় খেত থেকে আলুবীজ না তুলে এমনিতেই রেখে দেওয়ার পরামর্শ দেন তিনি।
মুন্সিগঞ্জে চলছে আলু রোপণের ভরা মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের ছিল কর্মব্যস্ততা। আশা ছিল, গত বছরের লোকসান এবারের ভালো ফলনে পুষিয়ে নেবেন। কিন্তু তা আর হলো না। শনিবার থেকে টানা বৃষ্টিতে জমি তলিয়ে যাচ্ছে। রোপিত বীজ আলু নষ্ট হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
টঙ্গীবাড়ি: উপজেলার বিভিন্ন এলাকার আলুর জমিগুলো তলিয়ে আছে। আলু চাষের ওপর নির্ভরশীল এ অঞ্চলের কৃষকদের রাতের ঘুম নেই। ভোর হতেই কোদাল, ভোল, বালতি নিয়ে নিজ জমিতে জমে থাকা পানি অন্যত্র সরানোর চেষ্টা করছেন। যদি শেষ রক্ষাটুকু করা যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার এ উপজেলার ১০ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় অর্ধেক জমিতে আলু রোপণ করা হয়ে গেছে। বাকি জমিতে আলু রোপণের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। এর মধ্যে হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। এতে একদিকে রোপণ করা আলুতে পচন ধরেছে, অন্যদিকে প্রস্তুত করা জমিতে রোপণ কাজ বন্ধ রাখতে হচ্ছে।
উপজেলার চর ছটফটিয়া গ্রামে গিয়ে আলুচাষি মো. মমিন শেখ বলেন, ‘এবার ঋণ করে আলু বীজ লাগিয়েছিলাম। এই বীজ আলুগুলোও পচে যাবে। এখন কী যে করব, তা ভাবতেই পারছি না।’
সিরাজদিখান: সিরাজদিখানে বৃষ্টির পানিতে ১০ হাজার কৃষকের রোপণকৃত বীজ আলুর জমি ডুবে গেছে। গতকাল সোমবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কৃষকেরা জমির পানি নিষ্কাশনের কাজ করছেন। এ ছাড়া অনেক জমিতে ১ ফুট পরিমাণ পানি জমে রয়েছে। এসব জমির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এতে কৃষকের স্বপ্নভঙ্গ দেখা দিয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত প্রস্তুত হয়নি এমন জমিতে আলু রোপণে আরও বিলম্ব হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। টানা বৃষ্টিতে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
গোবরদী গ্রামের কৃষক মো. ইয়াসিন বলেন, ‘আমি এবার ৮৪০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। টানা বৃষ্টির কারণে আমার অনেক জমি পানিতে তলিয়ে গেছে। ’
উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘নিম্নচাপ এবং অসময়ে বৃষ্টির কারণে আলুচাষিদের ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক সমাধানের জন্য কৃষি অফিসের লোকজন কাজ করছে।’
শ্রীনগর: টানা বর্ষণে শ্রীনগরে প্রায় ১ হাজার হেক্টর আলু ও সরিষার জমি পানির নিচে তলিয়ে গেছে। সদ্য রোপণ করা এসব জমির আলু বীজ ও সরিষা পুরোটাই নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বোরো ধানের বীজতলা।
গতকাল দুপুরে উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, আলুর জমিতে বৃষ্টি পানি জমে নৌকা চলার উপক্রম হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে অনেককে সেচ দিয়ে জমির পানি সরানোর বৃথা চেষ্টা করতে দেখা গেছে।
আলুচাষি কামাল শেখ বলেন, ‘জানি, পানি সেচে কোনো লাভ হবে না। তারপরও মন মানাতে পারছি না। গত বছর লোকসান হয়েছে। এ বছর ধারদেনা করে চাষে নেমেছিলাম। ভেবেছিলাম, এ বছর দাম ভালো পেলে লোকসান পুষিয়ে নিতে পারব। কিন্তু শুরুতেই এমন হয়ে গেল।’
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণী জানান, এ বছর উপজেলায় ২ হাজার ২০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে প্রায় ৬২০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। পুরোটাই এখন পানির নিচে। সরিষা আবাদ করা হয়েছে ৪৬৫ হেক্টর জমিতে। এর পুরোটাই নষ্ট হয়ে যাবে। সঙ্গে বোরো ধানের বীজতলাও নষ্ট হচ্ছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকেরা দুর্ভোগে পড়েছেন। কৃষি অফিসকে সঙ্গে নিয়ে কৃষকদের সঙ্গে বসে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। তাঁদের প্রণোদনার বিষয়ে জোর দেওয়া হবে।
গজারিয়া: গজারিয়ার বিভিন্ন ইউনিয়নে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুখেত। উপজেলার বেশ কয়েকটি গ্রামে বেশি ক্ষতি হয়েছে।
উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের আলুচাষি জামাল মিয়া জানান, তিনি ঋণ নিয়ে দুই একর জমিতে আলুর আবাদ করেছেন। পুরো খেত পানিতে তলিয়ে গেছে। এতে আলুবীজ পচে যেতে পারে।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে আলুর আবাদ হয়েছে ১ হাজার ৪১০ হেক্টর।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নুর বলেন, ‘টানা দুদিনের বৃষ্টিতে রোপণ করা বেশ কিছু জমির বীজ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সপ্তাহ শেষে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।’ এ অবস্থায় খেত থেকে আলুবীজ না তুলে এমনিতেই রেখে দেওয়ার পরামর্শ দেন তিনি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫