Ajker Patrika

চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ৪৮
চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একযোগে চার স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনজন এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এক প্রার্থী তাঁদের সিদ্ধান্তের কথা জানান। তবে কেন এই মনোনয়ন প্রত্যাহার, তা স্পষ্ট করে বলতে চাননি তাঁরা।

গতকাল ধামগড় ইউনিয়ন পরিষদের তিন প্রার্থী ফয়সাল আহমেদ হৃদয়, জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীর মোল্লা সংবাদ সম্মেলন করে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ সময় তাঁরা নৌকা প্রতীকে লড়াই করা প্রার্থী মাসুম আহম্মেদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর কথা জানান। সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার ওপর শ্রদ্ধা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া মাসুম আহম্মেদকে সমর্থন দিয়ে তাঁর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তবে লোকচক্ষুর আড়ালে থেকেই সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছে দেন স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী আজিজুল হক। তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হকের ছেলে। তিনিও সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, প্রধানমন্ত্রী, সাংসদ সেলিম ওসমান, শামীম ওসমান ও উপজেলা চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা রেখে এবারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

তবে অনুগতদের কেউ কেউ বলছেন, নির্বাচনের আগেই কিছু চাপের কারণে সরে এসেছেন আজিজুল হকসহ অন্য প্রার্থীরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কাদির বলেন, ‘চার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পেয়েছি। তাঁরা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

ধর্ষণের পর চুপ হয়ে গিয়েছিল লামিয়া, ট্রমা তার জীবনই কেড়ে নিল

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত