Ajker Patrika

মাকে বাঁচানোর গল্পে সজল-মিহি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রোমান্টিক হিরো হিসেবেই পরিচিত ছিলেন আবদুন নূর সজল। কিন্তু গত কয়েক বছরে এ অভিনেতাকে দেখা গেছে চেনা গণ্ডি থেকে বেরিয়ে এসে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে। সেই ধারাবাহিকতায় এবার সজলকে দেখা যাবে চাকরি হারানো এক যুবকের চরিত্রে। যে যুবক যুদ্ধ করছে নিজের মায়ের জীবন বাঁচাতে। এতে সজলের সঙ্গে জুটি বেঁধেছেন ফারজানা আহসান মিহি। নাটকের নাম ‘কেবিন নাম্বার ৫০৭’।

নাটকের গল্পে দেখা যাবে সদ্য চাকরি হারানো এক যুবকের নাম রকি (সজল)। শুধু চাকরিই না, হারিয়েছে প্রেমিকাকেও। অন্যদিকে তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন তার। খরচ লাগবে এক লাখ টাকা। মাকে বাঁচাতে টাকা ধার চায় রকি। কিন্তু সবাই তাকে ফিরিয়ে দেয়। তাই সিদ্ধান্ত নেয় নিজের একটি কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাবে। কিডনি বিক্রির প্রক্রিয়া শুরু করতেই সামনে আসে এক অজানা সত্য। সেই সত্যে ভর করে সামনে আসে রকির সাবেক প্রেমিকা হেলেন। ঘটতে থাকে একের পর এক নানা ঘটনা।

এমন গল্পে ‘কেবিন নাম্বার ৫০৭’ লিখেছেন কুদরত উল্লাহ। মাইজদীটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি বানিয়েছেন সাকিল সৈকত। সজল-মিহি ছাড়া আরও অভিনয় করেছেন মিলি বাশার, রেজাউল আহসান শিকদার রেজা, খায়রুল ইসলাম পলিন, সোহেল মাসুদ পথিক, নাজনীন শবনম, মাইশা আলভী, জেকিসহ আরও অনেকে।
উত্তরা, বনানী ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত