আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
চলতি বর্ষা মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারামপুরে মেঘনা নদীর ভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনে কয়েকটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরে থাকা বিদ্যুতের রিভার ক্রসিং টাওয়ারের ভিটা তলিয়ে গেছে পানিতে। ভাঙনের কারণে এটির তিন পাশের সীমানা টাওয়ারের কাছাকাছি চলে এসেছে নদী। এতে ঝুঁকিতে রয়েছে টাওয়ারটি। এ কারণে দ্রুত টাওয়ারটির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
চরসোনারামপুরবাসী সূত্রে জানা গেছে, চরের উজানে অপরিকল্পিত ও অবৈধ ড্রেজিং, নদীতীর দখল, তীব্র স্রোত ও নৌযান নোঙরের কারণে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙন প্রতিরোধ ও টাওয়ারের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি চরবাসীর। চর রক্ষায় এর চারপাশে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনার বুকে জেগে ওঠা চরসোনারামপুরের জনবসতি ব্রিটিশ আমলের। বর্তমানে চরে বসবাসকারী প্রায় সাড়ে ৬ হাজার মানুষের বসবাস। গত এক সপ্তাহে চরের বাসিন্দা রাসু দাস এবং উৎপল দাসের বাড়িসহ কয়েকটি বাড়ি নদীতে তলিয়ে গেছে। চরের উত্তর পাশে স্থাপিত আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের রিভার ক্রসিং টাওয়ারের ভিটা তলিয়ে গেছে পানিতে। তা ছাড়া প্রতিদিনই চরে ছোটখাটো ভাঙনের ঘটনা ঘটছে। এতে করে ঝুঁকিতে রয়েছে বিদ্যুতের টাওয়ারটি। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটি চরের ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বলেন, চরের ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের ডিজাইন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল (সিভিল ডিজাইন) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. গোলাম রব্বানী বলেন, সরেজমিনে পাওয়া বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
চলতি বর্ষা মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারামপুরে মেঘনা নদীর ভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনে কয়েকটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরে থাকা বিদ্যুতের রিভার ক্রসিং টাওয়ারের ভিটা তলিয়ে গেছে পানিতে। ভাঙনের কারণে এটির তিন পাশের সীমানা টাওয়ারের কাছাকাছি চলে এসেছে নদী। এতে ঝুঁকিতে রয়েছে টাওয়ারটি। এ কারণে দ্রুত টাওয়ারটির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
চরসোনারামপুরবাসী সূত্রে জানা গেছে, চরের উজানে অপরিকল্পিত ও অবৈধ ড্রেজিং, নদীতীর দখল, তীব্র স্রোত ও নৌযান নোঙরের কারণে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙন প্রতিরোধ ও টাওয়ারের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি চরবাসীর। চর রক্ষায় এর চারপাশে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনার বুকে জেগে ওঠা চরসোনারামপুরের জনবসতি ব্রিটিশ আমলের। বর্তমানে চরে বসবাসকারী প্রায় সাড়ে ৬ হাজার মানুষের বসবাস। গত এক সপ্তাহে চরের বাসিন্দা রাসু দাস এবং উৎপল দাসের বাড়িসহ কয়েকটি বাড়ি নদীতে তলিয়ে গেছে। চরের উত্তর পাশে স্থাপিত আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের রিভার ক্রসিং টাওয়ারের ভিটা তলিয়ে গেছে পানিতে। তা ছাড়া প্রতিদিনই চরে ছোটখাটো ভাঙনের ঘটনা ঘটছে। এতে করে ঝুঁকিতে রয়েছে বিদ্যুতের টাওয়ারটি। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটি চরের ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বলেন, চরের ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের ডিজাইন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল (সিভিল ডিজাইন) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. গোলাম রব্বানী বলেন, সরেজমিনে পাওয়া বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪