Ajker Patrika

দুই দিক থেকে ঘিরে ৩ ডাকাত আটক

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮: ৩২
Thumbnail image

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া উড়াল সেতুর নিচ থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোড়াই কইল্যান হাজীপাড়া গ্রামের মাহাবুবুর রহমান (৩৫), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বড়কাচনা গ্রামের মোজাম্মেল (২২) এবং নরসিংদী জেলার শিবপুর উপজেলার চর সুজাপুর গ্রামের মেহেদি হাসান হৃদয় (২০)।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে ধেরুয়া উড়াল সেতুর নিচে অবস্থান নেয়। এ সময় মির্জাপুর থানা-পুলিশ দুই দিক থেকে তাঁদের ঘিরে ফেলে। তিনজনকে পুলিশ আটক করলেও পালিয়ে যান বাকিরা। ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, আটক ব্যক্তিদের নামে মামলা দিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত