Ajker Patrika

অনুরাগের ছোঁয়ার এক জোড়া সুখবর

অনুরাগের ছোঁয়ার  এক জোড়া সুখবর

দীপা দেখতে অত সুন্দরী নয়। কিন্তু সেই ‘কালো’ দীপাকেই মনে ধরে সূর্যর। তাকেই বিয়ে করে সে। বিষয়টি প্রথম দিকে সহ্য হয় না সূর্যর মা লাবণ্যর। তার চাওয়া ছিল পুত্রবধূ হবে ফরসা। কিন্তু সময়ের সঙ্গে সেই শাশুড়ি বুঝল—রূপ নয়, গুণই আসল। দীপার গায়ের রং চাপা হতে পারে, কিন্তু সে মনের দিক থেকে পরিষ্কার।

এমন গল্প নিয়ে স্টার জলসায় এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দেখতে দেখতে সিরিয়ালটি পেরিয়ে গেছে ২০০ পর্ব। উপলক্ষটি আরও রঙিন করেছে সপ্তাহ শেষে প্রকাশ পাওয়া টিআরপি তালিকা। এ সপ্তাহে তালিকার শীর্ষে উঠে এসেছে ধারাবাহিকটি। অভিনয়শিল্পী, কলাকুশলীদের জন্য এ যেন দ্বিগুণ উৎসব!

যে আঙ্গিকে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প শুরু হয়েছিল, যাত্রাপথে তা অনেকটাই পাল্টেছে। কঠিন শাশুড়ির মোড়কে তৈরি হয়েছিল লাবণ্য সেনগুপ্তর চরিত্রটি। কিন্তু সময়ের সঙ্গে অনেক নরম হয়েছেন তিনিও। এ চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন রূপাঞ্জনা মিত্র। চিকিৎসক সূর্য সেনগুপ্ত চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। আর ঘরের বউমা দীপা সেনগুপ্তর চরিত্রে অভিনয় করে প্রথম সিরিয়ালেই বাজিমাত করেছেন স্বস্তিকা ঘোষ।

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে দেখা গেছে, সূর্য তার বান্ধবী মিশকার জালে জড়িয়ে পড়েছে। তাকে অন্ধের মতো বিশ্বাস করে সে। মিশকা তাকে বোঝায়, দীপার গর্ভের সন্তান তার নয়। সেটা কবীরের। এর পর থেকে টানাপোড়েন শুরু হয়। অন্তঃসত্ত্বা দীপা ঘরছাড়া, মিশকা তাকে কোথাও চাকরিও করতে দিচ্ছে না। সে মন্দিরে আশ্রয় নিয়েছে। একদিন গাড়ির ধাক্কায় আহত হয় দীপা। এ পর্যন্তই গল্প এগিয়েছে। দীপা কি ভালোভাবে সন্তানের জন্ম দিতে পারবে? উত্তর পাওয়া যাবে পরবর্তী পর্বগুলোতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত