Ajker Patrika

কক্সবাজারে ৬০০ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২২, ১২: ১৯
কক্সবাজারে ৬০০ রোহিঙ্গা আটক

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে বের হওয়ার অভিযোগে ৬ শতাধিক রোহিঙ্গা সদস্যকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শিবিরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এবং চেকপোস্টে অভিযান চালিয়ে ২০৩ জনকে আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আর বুধবার কক্সবাজার শহরের বিভিন্ন পর্যটনকেন্দ্রে অভিযান চালিয়ে ‍আটক করা হয় সাড়ে চার শতাধিক রোহিঙ্গা সদস্যকে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোহিঙ্গা সদস্যদের ক্যাম্পের বাইরে গমন রোধে বৃহস্পতিবার সাঁড়াশি অভিযান চালিয়ে ২০৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ক্যাম্প-ইন-চার্জদের (সিআইসি) মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গত বুধবার কক্সবাজার শহরের বিভিন্ন পর্যটনকেন্দ্রে অভিযান চালিয়ে ‍আটক সাড়ে চার শতাধিক রোহিঙ্গাকে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তাদের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত