Ajker Patrika

বৃদ্ধের কাঁধে ১০ লাখ টাকার মামলা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১১: ০১
Thumbnail image

লালমোহনে মো. নূরুজ্জামান নামের এক ভ্যানচালকের কাঁধে ১০ লাখ টাকার ‘মিথ্যা মামলার’ বোঝা। স্থানীয় নূরুল হক বাদী হয়ে মোকাম লালমোহন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন বলে অভিযোগ ভ্যানচালক নূরুজ্জামানের। নূরুল হক উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার মৃত মজিবুল হকের ছেলে।

আসামি নূরুজ্জামান জানান, চতলা মৌজার এসএ ৪১৩,৬৫৪ খতিয়ানের কিছু সম্পত্তি জোর করে ভোগ দখল করে আসছে নূরুল হক গংরা। এ ব্যাপারে নূরুল হকের বাবার বিরুদ্ধে ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি লালমোহনের নৌ-কন্টিনজেন্টে অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগটি তদন্ত করে মীমাংসার জন্য ধলিগৌরনগর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মোজ্জামেল হকের কাছে পাঠানো হয়। এ সময় ফয়সালার স্বার্থে উভয় পক্ষের কাছ থেকে দেড় শ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই নেওয়া ওই স্ট্যাম্পটিকেই অঙ্গীকারনামা সাজিয়ে নূরুজ্জামান ও তাঁর ভাগনে মাহমুদুল হকের বিরুদ্ধে ২০ লাখ টাকার মিথ্যা মামলা সাজান নূরুল হক গংরা।

মামলার বাদী নূরুল হক বলেন, ‘অন্য জায়গায় জমি বিক্রির কথা বলে নূরুজ্জামান ও মাহমুদুল হক ২০ লাখ টাকা নিয়েছিলেন। তাঁরা জমি কিংবা টাকা ফেরত দিতে বিলম্ব করায় তাঁদের বিরুদ্ধে মামলা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত