Ajker Patrika

ভোট না দেওয়ায় নলকূপ তুলে নিলেন চেয়ারম্যান

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৫৫
ভোট না দেওয়ায় নলকূপ তুলে নিলেন চেয়ারম্যান

নির্বাচন শেষ হতে না হতেই শপথ গ্রহণের আগে প্রতিপক্ষের বাড়ি থেকে অনুদানের নলকূপ কেড়ে নিলেন নির্বাচনে জয়ী সদ্য চেয়ারম্যান। নির্বাচনে বিপক্ষ দলের হয়ে কাজ করায় এবং তাঁকে ভোট না দেওয়ায় ইউনিয়ন পরিষদে কর্তব্যরত চৌকিদারদের পাঠিয়ে নলকূপ তুলে আনেন তিনি। নীলফামারীর জলঢাকার ২ নম্বর ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজারসংলগ্ন গুচ্ছগ্রামে গত রোববার এ ঘটনা ঘটে।

সরেজমিন জানা যায়, সদ্য চেয়ারম্যান নির্বাচিত মুকুলের সুপারিশে প্রায় ৮ মাস আগে ওই অনুদানের নলকূপটি উপজেলা থেকে পেয়েছিলেন গুচ্ছগ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে দবির উদ্দিন। গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকুলের নৌকায় ভোট না দিয়ে প্রতিপক্ষ লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান খোকনের পক্ষে নির্বাচন করার অপরাধে গ্রাম পুলিশদের দিয়ে নলকূপটি কেড়ে নেওয়া হয়।

দবির উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘আমি দীর্ঘদিন মুকুল চেয়ারম্যানের সমর্থক ছিলাম। তাঁর গত নির্বাচনগুলোয় আমার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাই আমার বাড়িতে নলকূপ না থাকায় তাঁর সুপারিশে পানি খাওয়ার জন্য উপজেলা থেকে এটি পেয়েছিলাম। গত নির্বাচনের আগে তাঁর আচরণ ভালো ছিল না। সে জন্য আমি তাঁর প্রতিপক্ষ রোকনুজ্জামান খোকনের লাঙল মার্কায় ভোট করি। এই অপরাধে গত রোববার উনি আমার বাড়িতে তিনজন গ্রামপুলিশ পাঠিয়ে নলকূপটি তুলে নিয়ে যান। পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে এখন বিপাকে পড়েছি।’

অভিযোগের ব্যাপারে সাইফুল ইসলাম মুকুল জানান, ‘আমার ব্যক্তিগত ফান্ড থেকে এ নলকূপ দিয়েছি। আমার ইচ্ছায় আবার নিয়ে এসেছি।’ এ বিষয়ে ইউএনও মাহবুব হাসান বলেন, ‘শুনেছি। তবে, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত