রাহুল শর্মা, ঢাকা
আসনসংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি, সনদ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর অংশ হিসেবে ইউজিসি একটি সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় তদারকির সব কার্যক্রম চলবে।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রদানের নির্দেশ দিয়েছে ইউজিসি। সংস্থার পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) মো. ওমর ফারুকের সই করা গত ২০ ফেব্রুয়ারির অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। বেতন-ভাতা যেন জাতীয় বেতন স্কেলের চেয়ে কম না হয়, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদিত আসনসংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি করে। মানও সন্তোষজনক নয়। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে সনদ-বাণিজ্যের অভিযোগ। এ ছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষ নেই।
ইউজিসির উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার আজকের পত্রিকাকে বলেন, মান না বাড়লেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সনদ-বাণিজ্যের অভিযোগ রয়েছে। ইউজিসির উদ্যোগটি ভালো। তবে তা কতটা বাস্তবায়িত হবে, সেটাই দেখার।
১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া শুরু হয়। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১১। এগুলোর মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি। এসব বিশ্ববিদ্যালয়ে তিন হাজারের বেশি প্রোগ্রামে প্রায় ছয় লাখ শিক্ষার্থী রয়েছেন।
ইউজিসি সূত্র বলেছে, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম চার বছর পরপর হালনাগাদ এবং নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী ভর্তির বিধান রয়েছে। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা না করে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চলছে। সনদ-বাণিজ্যসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। এসব রুখতে তদারকি অটোমেশন করার জন্য অত্যাধুনিক একটি সফটওয়্যার তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। শিগগির এই সফটওয়্যার তৈরির জন্য দরপত্র আহ্বান করা হবে। সফটওয়্যারটি কার্যকর হলে অনুমোদিত প্রোগ্রামগুলোর কারিকুলামের মেয়াদ শনাক্ত করা যাবে। এ ছাড়া অনুমোদিত আসনসংখ্যার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা, ভর্তি ও পাস করা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ, অনলাইনে সার্টিফিকেট ভেরিফিকেশন, ডিজিটাল একাডেমিক সার্টিফিকেট প্রবর্তন ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাবও জানা যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির এক কর্মকর্তা বলেন, এই সফটওয়্যার কার্যকর হলে সনদ-বাণিজ্য বন্ধ হবে। কেননা, তখন শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে সেমিস্টার অনুযায়ী ফলসহ সবকিছু নজরদারির মধ্যে আসবে। এতে চাইলেও কারও পক্ষে অনৈতিক উপায়ে সনদ দেওয়া সম্ভব হবে না।
সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সবার বদনাম হচ্ছে। আমরাও বদনামের ভাগীদার হতে চাই না। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীজনদের সঙ্গে আলাপ করা উচিত। যাতে এর ফল খারাপ না হয়।’
জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, সনাতন প্রক্রিয়ায় মেয়াদোত্তীর্ণ প্রোগ্রাম এবং নির্ধারিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী খুঁজে পাওয়া কষ্টকর। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। জনবলসংকট ও নানা সীমাবদ্ধতায় যথাযথভাবে মনিটরিং করা কঠিন। অটোমেশন করা গেলে সব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে।
আসনসংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি, সনদ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর অংশ হিসেবে ইউজিসি একটি সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় তদারকির সব কার্যক্রম চলবে।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রদানের নির্দেশ দিয়েছে ইউজিসি। সংস্থার পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) মো. ওমর ফারুকের সই করা গত ২০ ফেব্রুয়ারির অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। বেতন-ভাতা যেন জাতীয় বেতন স্কেলের চেয়ে কম না হয়, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদিত আসনসংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি করে। মানও সন্তোষজনক নয়। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে সনদ-বাণিজ্যের অভিযোগ। এ ছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষ নেই।
ইউজিসির উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার আজকের পত্রিকাকে বলেন, মান না বাড়লেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সনদ-বাণিজ্যের অভিযোগ রয়েছে। ইউজিসির উদ্যোগটি ভালো। তবে তা কতটা বাস্তবায়িত হবে, সেটাই দেখার।
১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া শুরু হয়। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১১। এগুলোর মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি। এসব বিশ্ববিদ্যালয়ে তিন হাজারের বেশি প্রোগ্রামে প্রায় ছয় লাখ শিক্ষার্থী রয়েছেন।
ইউজিসি সূত্র বলেছে, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম চার বছর পরপর হালনাগাদ এবং নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী ভর্তির বিধান রয়েছে। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা না করে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চলছে। সনদ-বাণিজ্যসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। এসব রুখতে তদারকি অটোমেশন করার জন্য অত্যাধুনিক একটি সফটওয়্যার তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। শিগগির এই সফটওয়্যার তৈরির জন্য দরপত্র আহ্বান করা হবে। সফটওয়্যারটি কার্যকর হলে অনুমোদিত প্রোগ্রামগুলোর কারিকুলামের মেয়াদ শনাক্ত করা যাবে। এ ছাড়া অনুমোদিত আসনসংখ্যার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা, ভর্তি ও পাস করা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ, অনলাইনে সার্টিফিকেট ভেরিফিকেশন, ডিজিটাল একাডেমিক সার্টিফিকেট প্রবর্তন ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাবও জানা যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির এক কর্মকর্তা বলেন, এই সফটওয়্যার কার্যকর হলে সনদ-বাণিজ্য বন্ধ হবে। কেননা, তখন শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে সেমিস্টার অনুযায়ী ফলসহ সবকিছু নজরদারির মধ্যে আসবে। এতে চাইলেও কারও পক্ষে অনৈতিক উপায়ে সনদ দেওয়া সম্ভব হবে না।
সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সবার বদনাম হচ্ছে। আমরাও বদনামের ভাগীদার হতে চাই না। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীজনদের সঙ্গে আলাপ করা উচিত। যাতে এর ফল খারাপ না হয়।’
জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, সনাতন প্রক্রিয়ায় মেয়াদোত্তীর্ণ প্রোগ্রাম এবং নির্ধারিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী খুঁজে পাওয়া কষ্টকর। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। জনবলসংকট ও নানা সীমাবদ্ধতায় যথাযথভাবে মনিটরিং করা কঠিন। অটোমেশন করা গেলে সব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫