Ajker Patrika

সবার আগে শেষ আটে শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৩
সবার আগে শেষ আটে শেখ রাসেল

স্বাধীনতা কাপে উত্তর বারিধারার বিপক্ষে হোঁচট খেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কমলাপুরের টার্ফে আগের ম্যাচে দাপুটে খেলা শেখ জামালকে এই ম্যাচে যেন চেনাই গেল না। গতকাল বুধবারের ম্যাচে বারিধারার বিপক্ষে চেষ্টা করেও কোনো গোল পায়নি তারা। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

দিনের আরেক ম্যাচে বিমানবাহিনীর বিপক্ষে ২-০ গোলে জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দলের হয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাচাদো দি সুজা। আগের ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়েছে শেখ রাসেল। টানা দুই জয়ে সবার আগে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ীরা। আর ছিটকে গেল বিমানবাহিনী।

কমলাপুরে এদিন শুরু থেকেই ছন্নছাড়া ছিল শেখ জামাল। আক্রমণের চেষ্টাগুলো গোছানো না হওয়ায় প্রতিপক্ষ বারিধারাকে তেমন বিপদেই ফেলতে পারেনি ঢাকার ফুটবলের অন্যতম পরাশক্তিরা। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও শেখ জামালের পারফরম্যান্স ছিল বেশ সাদামাটা। অথচ আগের ম্যাচে এই দলটিই ৩-০ গোলে হারিয়েছিল বিমান বাহিনীকে। নিষ্প্রভ আক্রমণভাগের কারণে সেদিনের সেই পারফরম্যান্সের ছিটেফোঁটাও দেখা যায়নি গতকাল।

ম্যাচে শেখ জামালের আক্রমণভাগের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত ফিরতে হয়েছে হতাশ হয়ে। দ্বিতীয়ার্ধেও বারিধারা গুটিয়ে থাকা জামালের পরীক্ষা নিয়েছে একাধিকবার। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখেনি তারাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত