Ajker Patrika

টেকনোলজিস্টের অভাবে নষ্ট হচ্ছে হাসপাতালের যন্ত্র

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০: ০৩
Thumbnail image

ঢাকার জেলা প্রশাসক মো. শহীদল ইসলাম বলেন, ‘আমাদের সরকারি হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। টেকনোলজিস্টের অভাবে সেই যন্ত্র নষ্ট হওয়ার পথে।’ এদিকে নজর রাখতে ঢাকা জেলা সিভিল সার্জন ও উপপরিচালকদের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত চিকিৎসক, নার্সসহ অন্যান্য সহকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল ওয়াছেক মিলনায়তনের এ অনুষ্ঠান হয়।

এ সময় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনাকালীন শুরু থেকে ডাক্তার, নার্সসহ মাঠকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়গুলো উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু। সঞ্চালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান ও ঢাকা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আমান উল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত