Ajker Patrika

টিকা নিল ১৭২২ পরীক্ষার্থী

অভয়নগর ও কেশবপুর প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ৪৪
Thumbnail image

যশোরের অভয়নগর ও কেশবপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।

গতকাল বুধবার প্রথম দিনে দুই উপজেলার ২১ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

এর মধ্যে অভয়নগরের ১০টি কলেজের এক হাজার ৯১ পরীক্ষার্থীর মধ্যে ৭৯২ জন টিকা নিয়েছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী টিকা দেওয়া হবে।

এ ছাড়া কেশবপুরের ১১টি কলেজের ১ হাজার ৪৪১ পরীক্ষার্থীর মধ্যে এদিন ৯৩০ জন পরীক্ষার্থী টিকা নিয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৭২২ পরীক্ষার্থী টিকা নিয়েছে।

অভয়নগরে বুধবার সকাল সাড়ে ৮টায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ খায়রুল বাসার প্রমুখ।

পরে সকাল সাড়ে ১০টায় টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ।

আজ বৃহস্পতিবার একই কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় পায়রাহাট ইউনাইটেড কলেজের ২৪৩, সকাল ১০টায় নওয়াপাড়া মহিলা কলেজের ১৪২, বেলা ১১টায় নওয়াপাড়া মডেল ডিগ্রি কলেজের ৪৪০ এবং দুপুর দেড়টায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ৫৩০ পরীক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

এ দিকে কেশবপুরে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, হাজি আব্দুল মোতালেব মহিলা কলেজের অধ্যাপিকা জিন্নাতুল ফেরদৌস, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক বাণিজ্য কলেজের অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত