Ajker Patrika

ময়মনসিংহ সিটি: সম্পদে টিটুর ধারে কাছেও নেই কেউ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি: সম্পদে টিটুর ধারে কাছেও নেই কেউ

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁদের হলফনামা থেকে দেখা যাচ্ছে, সম্পদে সাবেক মেয়র ইকরামুল হক টিটুর ধারেকাছেও কেউ নেই। স্বশিক্ষিত জাতীয় পার্টির নেতা শহিদুল ইসলামের অর্থসম্পদ সবচেয়ে কম।

মসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল হক খান মিল্কী টজু, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। 

প্রার্থীদের মধ্যে টিটুর হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, তাঁর কাছে নগদ রয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকা, ব্যাংকে রয়েছে ৭ কোটি ৭৬ লাখ, কোম্পানির শেয়ার রয়েছে ৯ কোটি ৫৬ লাখ, স্থায়ী আমানত বিনিয়োগের পরিমাণ ১২ লাখ টাকা। তিনি তাঁর ব্যবহৃত যানবাহনের মূল্য দেখিয়েছেন ২৬ লাখ টাকা। তাঁর অংশীদারি ব্যবসায় রয়েছে ৯১ লাখ এবং শেয়ার মূলধন থেকে তাঁর আয় ২ কোটি ৮৮ লাখ টাকা। তাঁর কৃষিজমির মূল্য ধরা হয়েছে ৪৬ লাখ এবং অকৃষিজমির মূল্য ২ কোটি ৯২ লাখ, নিজ নামে দালানের মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৬ লাখ টাকা। মোট ঋণ রয়েছে তিন কোটি টাকার বেশি। স্নাতক সম্পন্ন করা এই প্রার্থী চাকরি থেকে আয় দেখিয়েছেন ২১ লাখ এবং ব্যাংকে থাকা বিভিন্ন আমানত থেকে তাঁর আয় ২৭ লাখ টাকা।

এহতেশামুল আলমের কাছে নগদ রয়েছে ৪ লাখ টাকা। বাস ও ট্রাক আছে তাঁর। এই দুটির মূল্য দেখিয়েছেন ৬৩ লাখ এবং একটি চারতলা বাড়ির মূল্য দেখিয়েছেন ১৮ লাখ টাকা। এর বিপরীতে কার লোন দেখিয়েছেন ৫৪ লাখ টাকা। আয়ের উৎস হিসেবে বাড়ি ভাড়া বাবদ ২ লাখ ৭০ হাজার টাকা, ব্যবসা থেকে আয় ৪ লাখ টাকা এবং নির্ভরশীলদের চাকরি থেকে ৫ লাখ টাকা আয় দেখিয়েছেন তিনি।

সাদেকুল হক খান মিল্কী টজুর হাতে নগদ রয়েছে ৯৪ লাখ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৯৭ হাজার টাকা। বাড়ি ভাড়া থেকে আয় দেখিয়েছেন ৯০ হাজার টাকা। শিক্ষকতা, চিকিৎসা এবং আইন পেশা থেকে আয় দেখিয়েছেন ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া জমি বিক্রি থেকে আয় দেখিয়েছেন ৮৮ লাখ টাকা।

আরেক প্রার্থী শহিদুল ইসলামের হাতে নগদ রয়েছে ৫ লাখ ৭৫ হাজার টাকা এবং ব্যবসায় বিনিয়োগ ৩ লাখ টাকা। পিএইচডি ডিগ্রিধারী রেজাউল হকের কাছে নগদ রয়েছে ১৭ লাখ টাকা। শিক্ষকতা, চিকিৎসা ও আইন পেশায় তাঁর আয় ৪ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত