Ajker Patrika

পূর্বশত্রুতায় হামলা, বাড়ি-ঘর ভাঙচুর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ৫১
পূর্বশত্রুতায় হামলা, বাড়ি-ঘর ভাঙচুর

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে মধুমিতা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তঃসত্ত্বা এক নারীসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্কুর আলী নামের প্রধান অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

হামলার ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে একটি বাড়ির সিসিটিভি থেকে নেওয়া ফুটেজ এটি।

আহতরা হলেন মো. সাজ্জাদ (২৪) ও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শিরিন আক্তার মুন্নি (২৮)। গুরুতর আহত অবস্থায় মুন্নিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্নির স্বামী রাসেদ চৌধুরী বলেন, ‘ব্যবসায়িক বিষয় নিয়ে আমার ভগ্নিপতি, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান তালুকদার বছিরের সঙ্গে স্থানীয় শুক্কুর আলীর দ্বন্দ্ব ছিল। দুদিন আগে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। শুক্রবার জুমার নামাজের পরপরই শুক্কুর আলীর নেতৃত্বে মোমেন, সাইফুল, মাহবুব, খোরশেদ, সালসা সুমনসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ভগ্নিপতি বছিরের বাড়িতে হামলা চালায়।’

রাসেদ বলেন, ‘সেখানে তাকে না পেয়ে সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। আমি তাদের আমার স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানানোর পরও শুক্কুর আলী আমার স্ত্রীর পেটে লাথি মারলে মাটিতে লুটিয়ে পড়ে।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর শুক্কুর আলীকে আটক করেছি। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত