Ajker Patrika

সাড়ে তিন মাস ইউএনও নেই রামগড়ে

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ২৯
সাড়ে তিন মাস ইউএনও নেই রামগড়ে

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেই সাড়ে তিন মাস ধরে। নিয়োগ দেওয়ার পরও রামগড়ে যোগদান করেনি দুই ইউএনও। ফলে সেপ্টেম্বর থেকে ইউএনও ছাড়াই কার্যক্রম চলছে এ উপজেলায়। বর্তমানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউএনওর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর থেকে পদোন্নতি জনিত কারণে বিদায় নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্যাহ মারুফ। তাঁর বিদায়ের পর কক্সবাজার পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুহতাছিম বিল্লাহকে রামগড়ে বদলি করা হলেও তিনি রামগড়ে যোগদান করেননি। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতকে গত ২২ সেপ্টেম্বর রামগড়ে পদায়ন করা হলে তিনিও রামগড়ে যোগদান করেননি।

রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘দুইটি দায়িত্ব নিয়ে স্বাভাবিক ভাবে কাজ করছি। অতিরিক্ত বেগ পোহাতে হচ্ছে না।’

এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ইতিমধ্যে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করা হচ্ছে খুব দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত