Ajker Patrika

ভূমি কর্মকর্তার স্ত্রীর নামে খাসজমির বন্দোবস্ত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৬
ভূমি কর্মকর্তার স্ত্রীর নামে খাসজমির বন্দোবস্ত

পিরোজপুর জেলার কাউখালীতে উপসহকারী ভূমি কর্মকর্তার স্ত্রী সামসুন্নাহার হাসির বিরুদ্ধে ১ কোটি টাকা মূল্যের ৫০ শতাংশ খাসজমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সামসুন্নাহার হাসি কাউখালী উপজেলা সদর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) নজরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে উপজেলার ১৩৭ জনের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়। এর মধ্যে অধিকাংশ বন্দোবস্ত দেওয়া হয় চাকরিজীবীদের নামে। এ ছাড়া বেনামে আত্মীয়স্বজন অথবা পরিবারের অন্য কোনো সদস্যের নামে এসব সরকারি সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে কাউখালী উপজেলার সদর ইউনিয়নে উপসহকারী ভূমি কর্মকর্তার দায়িত্বে থাকার সময় নজরুল ইসলাম তাঁর স্ত্রী সামসুন্নাহার হাসির নামে শহরের প্রাণকেন্দ্র উজিয়ালখান মৌজায় ৫০ শতাংশ জমি বন্দোবস্ত দেন।

ওই একই মৌজায় সরকারি চাকরিজীবী, স্থানীয় প্রভাবশালী এবং ধনাঢ্য ব্যক্তি ও পরিবারের নাম বন্দোবস্তের তালিকায় রয়েছে। জেলা প্রশাসক বরাবর এ-সংক্রান্ত একটি অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক কাঞ্চন। গত ১৪ জানুয়ারি সরকারি ভূমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ তুলে এ দরখাস্ত করেন তিনি।

দরখাস্তে আব্দুল বারেক কাঞ্চন দাবি করেন, প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তি এবং সরকারি চাকরিজীবীদের নামে বরাদ্দ দেওয়া খাসজমি উদ্ধার করে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হোক।

অভিযোগের বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘তৎকালীন সার্ভেয়ারকে কিছু টাকা দিয়েছিলাম। তাঁর মাধ্যমে সরকারি খাসজমি বরাদ্দ দিয়েছেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তিনি অফিসে চাকরিরত অন্যান্য স্থানীয় বাসিন্দাদের বন্দোবস্ত দলিল করে দিয়েছেন। সেই মোতাবেক বন্দোবস্ত নেওয়া হয়েছে। তবে এখনো জমি বুঝে পাই নাই।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি বলেন, ‘ওই সময় আমি ছিলাম না। তবে বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক জাহিদুর রহমান বলেন, ‘এই জেলায় আমি নতুন যোগদান করেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত