Ajker Patrika

বিজিবির কাছ থেকে গরু ছিনতাই

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ৫২
বিজিবির কাছ থেকে গরু ছিনতাই

লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর দেশি অস্ত্র নিয়ে চোরাকারবারিরা হামলা চালিয়ে চারটি ভারতীয় গরু ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে উপজেলার শ্যামের এলাকায় গরু ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন মধ্যরাতে হাতীবান্ধা থানায় একটি মামলা করেছে বিজিবি।

জানা গেছে, শুক্রবার সকালে চোরাকারবারিরা ভারত থেকে চোরাই পথে গরু বাংলাদেশে নিয়ে এসেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু উদ্ধার করেন গেন্দুকুড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত গরু স্থানীয় যান ভটভটিতে করে ক্যাম্পে নেওয়ার পথে কেতকিবাড়ি শ্যামের বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গরু ছিনতাই করে নিয়ে যায় চোরাকারবারিরা।

এ বিষয়ে গেন্দুকুড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার লিয়াকত বলেন, ‘গরু ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এতে ৩০-৪০ জনের নাম ও অজ্ঞাত উল্লেখ করে অভিযোগটি করা হয়েছে।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘গরু ছিনতাইয়ের ঘটনায় বিজিবি থানায় লিখিত অভিযোগ করেছে। ৩০-৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত