Ajker Patrika

ড্রাইভিং সিটেই মৃত্যু জবি বাসচালকের

জবি প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০: ০১
ড্রাইভিং সিটেই  মৃত্যু  জবি  বাসচালকের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন পুলের জ্যেষ্ঠ চালক নুরুল ইসলাম সোনাই মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৮টায় বাসের সিটে বসা অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

নুরুল ইসলাম সকালে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে মিরপুরে যান। বাসের ড্রাইভিং সিটে থাকা অবস্থায় তিনি স্টিয়ারিংয়ে মাথা এলিয়ে দেন। সেখান থেকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে।

জবি পরিবহন পুলের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, জবির কেন্দ্রীয় জামে মসজিদে দুপুর ১২টায় সোনাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জবির উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত