Ajker Patrika

বিসিবির কাছে নারী চিকিৎসক ও লিয়াজোঁ কর্মকর্তা চায় আইসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৬: ৪১
বিসিবির কাছে নারী চিকিৎসক ও লিয়াজোঁ কর্মকর্তা চায় আইসিসি

ঢাকায় আসা আইসিসির পর্যবেক্ষক দল বেশ খুঁটিয়ে খুঁটিয়ে কাল পর্যবেক্ষণ করেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কাল মিডিয়া সেন্টারই যেমন তারা পর্যবেক্ষণ করে গেছে দুবার। যেকোনো আইসিসির ইভেন্টের আগে তারা যেটা করে, সেটাই করছে। 

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য প্রস্তুতি পরখ করতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ভেন্যুর আশপাশ, খেলোয়াড়দের অনুশীলনের ইনডোর-আউটডোর মাঠ, মূল মাঠের সুযোগ-সুবিধা, ড্রেসিংরুম, প্রেসবক্স, সিঁড়ি থেকে লিফট—সবই দেখছে আইসিসির পাঁচ পর্যবেক্ষক দল। এ পর্যবেক্ষক দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, কমার্শিয়াল ও হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট, স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার ও পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মিরপুর ও সিলেটের দুই ভেন্যুতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, টুর্নামেন্টের প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারীদের অন্তর্ভুক্তি চায় আইসিসি। বিশ্বকাপে দলগুলোর সঙ্গে নারী লিয়াজোঁ কর্মকর্তা, নারী চিকিৎসক, নারী নিরাপত্তাকর্মী নিশ্চিত করতে বিসিবিকে তাগিদ দিয়েছে পর্যবেক্ষক দল। 

গতকাল সকালে শেরেবাংলা স্টেডিয়াম পর্যবেক্ষণ শেষে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সভায় বসে পর্যবেক্ষক দল। টুর্নামেন্টের চাহিদা অনুযায়ী কোথায় কী প্রয়োজন, সেটা বিসিবিকে জানায় তারা। আজ সকালে সিলেটে যাবে দলটি। তারা পর্যবেক্ষণ করবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি মাঠ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত