Ajker Patrika

১৯ ইউপিতে নির্বাচন ৩১ জানুয়ারি

দোহার ও নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৭
Thumbnail image

ঢাকার দোহার উপজেলার পাঁচটি ইউনিয়ন ও নবাবগঞ্জের ১৩টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

দোহার উপজেলার ৫টি ইউপি হলো নয়াবাড়ি, কুসুমহাটি, বিলাসপুর, নারিশা ও মুকসুদপুর। একই সঙ্গে নবাবগঞ্জ উপজেলার ১৩টি ইউপি হলো আগলা, কলাকোপা, কৈলাইল, গালিমপুর, জয়কৃষ্ণপুর, নয়নশ্রী, বক্সনগর, বড়ুয়াখালী, বাহ্রা, বান্দুরা, যন্ত্রাইল, শিকারীপাড়া ও শোল্লা।

তফসিল অনুযায়ী, এসব ইউপিতে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৭-৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি তারিখ ১০-১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোট গ্রহণ ৩১ জানুয়ারি।

এ বিষয়ে দোহার উপজেলার নির্বাচন কমিশনার রেজাউল করিম বলেন, ‘শনিবার দোহারে ৫টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সামনে রেখে আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে।’

বাকি তিনটা ইউনিয়ন ও পৌরসভার তফসিলের বিষয় প্রশ্ন করলে ইউএনও বলেন, ‘সীমানা জটিলতা নিরসনে কাজ এখনো সম্পন্ন শেষ হয়নি। হলে ভোটার তালিকা তৈরি করতে হবে তারপর সেগুলোর তফসিল ঘোষণা করা হবে।’

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, ‘নবাবগঞ্জের ১৩টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। তবে চূড়াইন ইউনিয়নের তফসিল ঘোষণা কেন করা হয়নি, সে বিষয়ে আমরা জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত