Ajker Patrika

অবিলম্বে দমন-পীড়ন বন্ধের আহ্বান

আজকের পত্রিকা ডেস্ক
অবিলম্বে দমন-পীড়ন বন্ধের আহ্বান

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি অবিলম্বে যোগাযোগের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

অ্যামনেস্টির ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়। আন্দোলন সহিংস হয়ে ওঠার পর ধারণ করা ভিডিও ও ছবি বিশ্লেষণের ভিত্তিতে প্রস্তুতকৃত দ্বিতীয় প্রতিবেদন এদিন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ক্রাইসিস অ্যাভিডেন্স ল্যাব তিনটি ঘটনার ভিডিও বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনিভাবে প্রাণঘাতী এবং কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক ডিপ্রোজ মুচেনা বলেন, ‘ভিডিও ও ছবি বিশ্লেষণ করে যে প্রমাণ পাওয়া যাচ্ছে, তা ভয়াবহ চিত্র তুলে ধরছে। বাংলাদেশ সরকার ও এর সংস্থাগুলোর প্রতি বিক্ষোভের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে, সহিংস দমনপীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে যোগাযোগের ওপর বিধিনিষেধ তুলে নিতে আহ্বান জানাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কর্তৃপক্ষের অবশ্যই অবিলম্বে দেখামাত্র গুলির নির্দেশ প্রত্যাহার করা উচিত, দেশজুড়ে ইন্টারনেট পুরোপুরি সচল করা উচিত এবং বিক্ষোভ দমনে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ব্যবহার বন্ধ করা উচিত।’

ডিপ্রোজ মুচেনা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সব ধরনের অভিযোগের জরুরি ভিত্তিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের পুরোপুরি জবাবদিহির আওতায় আনা উচিত। বেআইনি বলপ্রয়োগের শিকার ভুক্তভোগী এবং হতাহত ব্যক্তিদের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া উচিত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত