Ajker Patrika

৩ জনের আমৃত্যু, ৭ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬: ০২
৩ জনের আমৃত্যু, ৭ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুরে জাহাঙ্গীর হোসেন মুকুল হত্যা মামলার তিন আসামির আমৃত্যু এবং সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মুকুল যশোরের শার্শা উপজেলার বাগাতড়া গ্রামের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা উপস্থিতি ছিলেন। আমৃত্যু সাজাপ্রাপ্ত ৩ আসামি পলাতক রয়েছেন।

আমৃত্যু সাজাপ্রাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার শালিমপুর এলাকার কামাল হোসেনের ছেলে ওয়াসিম রেজা, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার কাটদাহ গ্রামের আলী জোয়ার্দ্দারের ছেলে মানিক জোয়ার্দ্দার, দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের মৃত নুরু বিশ্বাসের ছেলে হোসেল রানা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মিরপুর উপজেলার বালি দাপাড়ার খোরশেদ আলীর ছেলে ইদ্রিস ওরফে মোটা জসিম, খন্দকার রবিউল ইসলামের ছেলে খন্দকার তৈমুল ইসলাম বিপুল, নুর বিশ্বাসের ছেলে ফারুক চেয়ারম্যান, কুষ্টিয়া সদর উপজেলার মতিমিয়া রেলগেট চৌড়হাস এলাকার খন্দকার মোছাদ্দেক হোসেন মন্টুর ছেলে উল্লাস খন্দকার, উদিবাড়ির আমিরুল ইসলামের ছেলে মনির, পূর্ব মজমপুরের মৃত আব্দুল খালেক চৌধুরীর ছেলে বিপুল চৌধুরী, দৌলতপুর উপজেলার পচা ভিটা গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে আবদুর মান্নান মোল্লা। রায়ের পরে তাঁদের কড়া পুলিশি পাহারায় কারাগারে নেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৩ অক্টোবর রাজধানীর মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুলের মার্কেটিং ম্যানেজার মুকুলকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসামিরা দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামে নিয়ে আসেন। পরে তাঁর পরিবারের সদস্যদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা পেলেও ২৫ নভেম্বর রাতে শ্বাসরোধে হত্যা করে চরশালিমপুর হিসনা নদীর পাড়ে ফারুক চেয়ারম্যানের জমিতে লাশ পুতে রাখেন। এ ঘটনায় একই বছরের ২ ডিসেম্বর দৌলতপুর থানায় মুকুলের বড় ভাই ইলয়াচ কবির বকুল ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০২১ সালের ৩১ মার্চ তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত রায় ঘোষণার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত