Ajker Patrika

বাংলাদেশের হারে দুঃখ পাচ্ছেন তিনিও

রানা আব্বাস, ব্রিসবেন থেকে
বাংলাদেশের হারে দুঃখ পাচ্ছেন তিনিও

ম্যাচ শুরুর আগে থেকেই সাদা রঙের হুডি পরে এক নারী দর্শককে বসে থাকতে দেখা গেল অ্যালান বোর্ডার ফিল্ডের ‘ম্যাথু হেইডেন স্ট্যান্ডে’। পুরো গ্যালারিতে একজন নারী দর্শক, আবার সমর্থন করছেন বাংলাদেশ দলকে। পরিচয় হতেই পরিষ্কার হওয়া গেল, কেন তিনি ধৈর্য ধরে এই ম্যাড়মেড়ে প্রস্তুতি ম্যাচ দেখছেন আর বাংলাদেশকে সমর্থন করছেন।

কিয়ারা গ্রিন বাংলাদেশ দলের ট্রেনার নিক লির স্ত্রী। থাকেন যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের ব্রাইটনে। একটা স্কুলে কাজ করেন, পাশাপাশি সেমি প্রোফেশনাল ক্রিকেটে খেলেন অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ট্রেনার লি এখন অস্ট্রেলিয়ায়। তিনি দুই সপ্তাহের ছুটিতে চলে এসেছেন স্বামীর কাছে।

কথা বলার সময় মুখে একটা হাসি লেগেই থাকে কিয়ারার। কখনো বাংলাদেশে আসা হয়নি তাঁর। বাংলাদেশে না এলেও লাল-সবুজের দল এরই মধ্যে তাঁর হৃদয়ে জায়গা করে নিয়েছে। স্নিগ্ধ হাসিতে বলছিলেন, ‘আমি চাই ও (লি) বাংলাদেশ দলের সঙ্গে লম্বা সময় থাকুক। আমি একবার হলেও দেশটাতে যেতে চাই। শুনেছি, খুব সুন্দর।’

কর্মব্যস্ততায় পতিপ্রবরকে বেশির ভাগ সময়ে থাকতে হয় বাড়ির বাইরে। কিয়ারা বললেন, এতে বেশ অভ্যস্ত হয়ে গেছেন বলে বিরহের অনলে তাঁকে খুব বেশি পুড়তে হয় না, ‘ও তো বাড়ি বেশি আসে না। আমরা এটাতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন একটু সুযোগ পেয়েছি তাই ওর সঙ্গে থাকতে এসেছি। ওর সঙ্গে দেখাই তেমন হয় না। খুব ব্যস্ত থাকে, বছরের অর্ধেকের বেশি ওর কাজের পেছনে চলে যায়।’

নিক লিকে কাছে কম পেলেও কিয়ারার চাওয়া, তাঁর দল বাংলাদেশ যেন নিয়মিত ভালো করে। কিন্তু এখানেই যে তিনি বেশি দুঃখ পাচ্ছেন, ‘অনেক প্রতিভাবান একটা দল, কেন যে সবকিছু ঠিকঠাক হচ্ছে না! এটা খুব দুঃখজনক বটে! এবারের বিশ্বকাপে তো অনেক অবিশ্বাস্য ফল হচ্ছে। নামিবিয়া, স্কটল্যান্ড জিতে গেল। বাংলাদেশেরও মূল খেলায় সুযোগ আছে, আশা করছি ভালো কিছুই হবে।’

খেলা শেষ হতেই ড্রেসিংরুম থেকে লি এলেন কিয়ারার কাছে। দুজনের ছবি তুলতেই তাঁরা সানন্দে রাজি—যেন এর চেয়ে সুন্দর আবদার আর হয় না!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত