Ajker Patrika

চাঁদাবাজি করতে এসে জনতার হাতে আটক

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২২: ১০
চাঁদাবাজি করতে এসে জনতার হাতে আটক

বুড়িচং উপজেলার পরিহলপাড়া এলাকায় দোকানে চাঁদাবাজির সময় প্রাইভেট কারসহ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। এ সময় আরও দুজন পালিয়ে যান। এঁদের মধ্যে একজনের পুলিশের পোশাক পরিহিত ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে তেলের ব্যবসা করছেন সাইফুল ইসলাম রনি। গত বুধবার রাত ১০টার দিকে একটি সিলভার রঙের প্রাইভেটকার তাঁর দোকানের সামনের সড়কে থামে। গাড়িটি থেকে একজন পুলিশের পোশাক পরিহতসহ তিনজন ব্যক্তি নেমে এসে দোকানের ভেতর প্রবেশ করে। এ সময় তাঁরা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন।

অভিযুক্ত তিনজন দোকানে অবৈধ জিনিস আছে বলে জানায়। এ নিয়ে দোকানির সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। এরপর একজন ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে লাঠি এনে দোকানিকে মারধর করেন। এ সময় ৫০ হাজার টাকা দাবি করেন অভিযুক্তরা। নয়তো অবৈধ জিনিস রাখার দায়ে মামলা দেওয়ার ভয় দেখান।

দোকানি রনির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করতে সমর্থ হন।

পরে জরুরি সেবা ৯৯৯ কল দিলে দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে নিয়ে যায়। আটক ব্যক্তির নাম মো. বিল্পব মিয়া (৩৪)। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার খলিলখার ডাংঙ্গি গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছ। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত