Ajker Patrika

দেব বললেন, সত্য নয়, তবু রইল শুভেচ্ছা

দেব বললেন, সত্য নয়, তবু রইল শুভেচ্ছা

‘তুফান’-এর সাফল্যের পর রাফীর নতুন সিনেমা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। তুফান মুক্তির পর গুঞ্জন ওঠে ওপার বাংলার জিৎকে নিয়ে সিনেমা বানাবেন রাফী। নির্মাতা জানিয়েছিলেন জিৎ, দেব, অঙ্কুশ, সোহমরা তাঁর অনেক কাছের। সবার সঙ্গেই কাজ করার ইচ্ছা আছে। এখনই আলাদা করে জানানোর সময় আসেনি।

এরপর এক সাক্ষাৎকারে রায়হান রাফী বলেন, ‘তুফান রিলিজের পর সাফল্য দেখে কলকাতার বড় দুই সুপারস্টার আমাকে তাঁদের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন। এখনই তাঁদের নাম বলতে চাই না। তবে আমি এখনো কাউকে কনফার্ম করিনি।’

রাফীর বক্তব্যের সঙ্গে মিলিয়ে টালিউডের দুই তারকা দেব ও জিৎকে জড়িয়ে খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে। কলকাতায় তুফান তেমন সাড়া ফেলতে না পারলেও দেব ও জিৎকে নিয়ে রাফীর এমন বক্তব্য নিয়ে খুব চর্চা হচ্ছে। 

এ বিষয়ে জিৎ চুপ থাকলেও প্রতিক্রিয়া জানিয়েছেন দেব। রাফীর দাবি মিথ্যা বলে জানান এই অভিনেতা। গতকাল ফেসবুক স্টোরিতে এমন একটি সংবাদের অংশ শেয়ার করে দেব লিখেছেন, ‘খবরটা সত্যি নয়, তবু আমার তরফ থেকে তাঁর জন্য রইল শুভেচ্ছা।’ 

এদিকে কয়েক দিন আগে খবর ছড়িয়েছে রাফীর পরবর্তী সিনেমার নাম ‘অসিয়ত’। অভিনয় করবেন আফরান নিশো ও তমা মির্জা। এর আগে এই জুটিকে নিয়ে রাফী নির্মাণ করেছিলেন ‘সুড়ঙ্গ’। আগামী ঈদুল ফিতরে মুক্তির টার্গেট করে নির্মিত হবে সিনেমাটি। এমন খবর প্রকাশের পর রাফী জানিয়েছেন গুজবে কান না দিতে। ফেসবুকে এই নির্মাতা লেখেন, ‘গুজবে কান দেবেন না! তুফানের পর আমার পরের প্রজেক্ট কী? সেটা আমি খুব সুন্দর করে ঘোষণা দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত