Ajker Patrika

নার্ভাস লাগছে কৌশানীর

নার্ভাস লাগছে কৌশানীর

আজ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনি-কৌশানী জুটির সিনেমা ‘ডাল বাটি চুরমা’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন তাঁরা। কৌশানী মুখোপাধ্যায় এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। প্রচারণার মাঝেই পারিশ্রমিক-বৈষম্য নিয়ে আক্ষেপ জানালেন তিনি। কৌশানী বলেন, ‘এমন অনেক হয়েছে, একটা সিনেমায় নায়কের তুলনায় বেশি অংশ আমার। আমাকে বেশি দিন সময় দিতে হয়েছে। কিন্তু শেষে নায়ককেই বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে, আমায় নয়। কেন এমনটা হয়?’

তবে প্রযোজক হিসেবে সব শিল্পীকে যথাযথ সম্মান দেওয়ার কথা জানিয়েছেন কৌশানী। তিনি বলেন, ‘অন্য প্রযোজনা সংস্থা কী করবে তা জানি না। তবে আমার প্রযোজনা সংস্থায় চেষ্টা করব, প্রত্যেকের প্রাপ্য পারিশ্রমিক যথাযথ দেওয়ার।’

নিজের প্রথম প্রযোজিত সিনেমা নিয়ে কিছুটা নার্ভাস লাগছে বলে জানালেন কৌশানী। যদিও সিনেমাটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলে তাঁর বিশ্বাস।

কলকাতার দুই বাঙালি-অবাঙালি পরিবার নিয়ে ‘ডাল বাটি চুরমা’ সিনেমার কাহিনি। বানিয়েছেন হরনাথ চক্রবর্তী। গল্পে দেখা যাবে বনি রাজস্থানের ছেলে, থাকেন উত্তর কলকাতায়। কৌশানী বাঙালি। বিপরীত মেরুর বাসিন্দা। তাঁর ঠিকানা দক্ষিণ কলকাতা। দুই পরিবারের ঝগড়াঝাঁটি আর বনি-কৌশানীর প্রেমের উপাখ্যানে এগোবে দৃশ্যপট। আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ। এ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের ইমরান মাহমুদুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত