Ajker Patrika

মডেল তোরসার বিশ্ব রেকর্ড

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন রাফাহ নানজিবা তোরসা। ওই বছর মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। সম্প্রতি তোরসা অংশ নেন ভারতের লাদাখে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফ্যাশন শোয়ে। সেখানে তিনি দলীয়ভাবে বিশ্ব রেকর্ডের ভাগীদার হয়েছেন বিশ্বের সবচেয়ে উঁচু যান চলাচলের উপযোগী সড়কে অনুষ্ঠিত ফ্যাশন শোয়ে অংশ নিয়ে। তোরসার সঙ্গে আরও ১১টি দেশের মডেল অংশ নেন এই আয়োজনে।

ভারতের অন্যতম দর্শনীয় স্থান লাদাখ। সেখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ উঁচু যান চলাচলের সড়ক উমলিং লা। ১৯ হাজার ২৪ ফুট উঁচুতে অবস্থিত এই সড়কে সম্প্রতি ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যালের অধীনে হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো; যেটাকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এমন সাফল্যে আনন্দিত এই শোয়ে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি মডেল তোরসা। 
তোরসা বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি, এটা আমার জন্য গর্বের।

বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) এই আয়োজনে আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার জানামতে, এবারই প্রথম বাংলাদেশের কোনো মডেল-অভিনেত্রী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করল। তাই ভালো লাগাটা একটু বেশি।’ 
তোরসা জানিয়েছেন, ফ্যাশন শোয়ে অংশ নেওয়া ১২ জন মডেলকেই আলাদা আলাদা সনদ প্রদান করা হবে; যেটা শিগগির হাতে পাবেন বলে জানান তোরসা। ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’ এমন স্লোগানে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যাল আয়োজন করেছিল লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত