নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা শনাক্ত কয়েক দিনে বেড়েছে। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা; বিশেষ করে জ্বর-সর্দি-কাশি দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ জেড মো. ছলিম।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলছে, বিশেষ করে পাহাড়ে এর তীব্রতা বেশি। সপ্তাহ শেষে দেশের অন্যান্য এলাকার মতো নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর পাশাপাশি করোনা রোগীর সংখ্যা বাড়ছে।
মো. ছলিম বলেন, ‘করোনার নমুনা পরীক্ষা করাতে অনেকে ভয় পান, আবার অনেকে অবহেলা করে নমুনা দিতে আসেন না। এ কারণে নমুনা পরীক্ষার সংখ্যা কম।’
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ৪ জন। তাঁদের সবার করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়। গত ১ সপ্তাহে নমুনা দেন ২৬ জন। তাঁদের মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন ৭ জন। তবে করোনা বাড়তে থাকায় শুরু থেকে এ পর্যন্ত উপজেলায় শনাক্ত হয়েছে ২৯১ জনের। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৬ জন।
এদিকে করোনা সংক্রমণ রোধে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ নানা সুরক্ষা সামগ্রী বিতরণ করছে। এ ছাড়া এই কার্যক্রমের আরও পরিকল্পনা হাতে নিয়েছেন বলে প্রতিষ্ঠান দুটি সূত্রে জানা গেছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা শনাক্ত কয়েক দিনে বেড়েছে। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা; বিশেষ করে জ্বর-সর্দি-কাশি দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ জেড মো. ছলিম।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলছে, বিশেষ করে পাহাড়ে এর তীব্রতা বেশি। সপ্তাহ শেষে দেশের অন্যান্য এলাকার মতো নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর পাশাপাশি করোনা রোগীর সংখ্যা বাড়ছে।
মো. ছলিম বলেন, ‘করোনার নমুনা পরীক্ষা করাতে অনেকে ভয় পান, আবার অনেকে অবহেলা করে নমুনা দিতে আসেন না। এ কারণে নমুনা পরীক্ষার সংখ্যা কম।’
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ৪ জন। তাঁদের সবার করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়। গত ১ সপ্তাহে নমুনা দেন ২৬ জন। তাঁদের মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন ৭ জন। তবে করোনা বাড়তে থাকায় শুরু থেকে এ পর্যন্ত উপজেলায় শনাক্ত হয়েছে ২৯১ জনের। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৬ জন।
এদিকে করোনা সংক্রমণ রোধে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ নানা সুরক্ষা সামগ্রী বিতরণ করছে। এ ছাড়া এই কার্যক্রমের আরও পরিকল্পনা হাতে নিয়েছেন বলে প্রতিষ্ঠান দুটি সূত্রে জানা গেছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫