Ajker Patrika

সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মামলা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৯
সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মামলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। বিজয়ী ইউপি সদস্য জানে আলম ও পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে গত সোমবার এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন।

মামলা দুটিতে দুই প্রার্থীসহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলা দুটির বাদী হলেন বিজয়ী ও পরাজিত প্রার্থীর স্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে লোহাগাড়া থানায় মামলা দায়েরের বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদের জানান।

থানা সূত্রে জানা গেছে, পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলমের স্ত্রী তানজিনা সুলতানা জুলির করা মামলায় ৩২ জনের নাম উল্লেখ এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীকে।

অপর দিকে বিজয়ী জানে আলম জানুর স্ত্রী রুজিনা আকতারের করায় মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের ৯ জনকে আটক করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন নবনির্বাচিত ইউপি সদস্য জানে আলম (৪৮), নাজিম উদ্দিন (৪০), মুজিবুর রহমান (৪৫), মো. বশির উদ্দিন (৩০), মো. আরিফ (৩২) ও মো. দিদার (৩৫) এবং অপর পক্ষের পরাজিত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (৩৪), মো. জসিম উদ্দিন (৩৮) ও মো. ইয়াছিন আরফাত (৩০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত