Ajker Patrika

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে মানববন্ধন স্মারকলিপি

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৮
বাসে অর্ধেক ভাড়ার দাবিতে মানববন্ধন স্মারকলিপি

শুধু মহানগর নয়, সারা দেশে যাত্রীবাহী বাসে শিক্ষার্থীদের হাফ পাশ বা অর্ধেক ভাড়া নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপি দেয়। গতকাল সোমবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা শর্তহীন হাফ পাশ কার্যকর ও সড়কে শৃঙ্খলা রক্ষার দাবি জানায়। ঘণ্টাখানেকের এই মানববন্ধনে বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে রাজধানীর গুলিস্তানে ও রামপুরায় নিহত নাইম ও দুর্জয়ের হত্যার বিচার চায়।

লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী সামিরা ইসমাইলের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেয় শ্যামলী আইডিয়াল কলেজের শিক্ষার্থী সায়মা মহসিন, চট্টগ্রাম আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাইজিদ হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাইফ মোহাম্মদ তারেক, ইউছুফ হোসেন প্রমুখ।

মানববন্ধন সঞ্চালনা করে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহিন আলম।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়ক ঘুরে বিক্ষোভ করে। পরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শেষ করে তারা। বিক্ষোভ শেষে তারা ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের হাতে তুলে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ