Ajker Patrika

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১১: ৫০
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে শিবিরে অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. ইউনুছ (২৮) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ (এপিবিএন)। গত রোববার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের আই ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনুছকে গ্রেপ্তার করা হয়। তিনি একজন সন্ত্রাসী। তাঁর কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান (এ জি) উদ্ধার করা হয়েছে। ইউনুছ শিবিরে অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।’

এসপি তারিক জানান, ইউনুছয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মামলার পর ইউনুছকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত