Ajker Patrika

নিখোঁজ স্বামীর লাশ মিলল স্ত্রীর মৃত্যুর পরদিন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৫৬
নিখোঁজ স্বামীর লাশ মিলল স্ত্রীর মৃত্যুর পরদিন

সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের তিন দিন পর উলিপুর দিঘি থেকে নৈশপ্রহরী বাচ্চু শেখের (৫৫) ভাসমান লাশ উদ্ধার করেছেন থানা-পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকার উলিপুর দিঘি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর গ্রামের বাচ্চু শেখ একই এলাকার উলিপুর গ্রামের নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের একটি বৃহদাকারের দিঘির মাছ পাহারার কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাত ৮টার দিকে দিঘির মাছ পাহারা দিতে যান। পরে সেখান থেকে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে তাড়াশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে স্বামীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে বাচ্চু শেখের স্ত্রী মর্জিনা খাতুন (৪৮) গত রোববার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর তাঁর একদিন পরই স্বামী বাচ্চু শেখের ভাসমান লাশ উদ্ধার করল থানা-পুলিশ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ময়নাতদন্তের জন্য বাচ্চু শেখের মরদেহটি সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত