Ajker Patrika

চরফ্যাশনে ৮০০ ইয়াবাসহ আটক ৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২: ১৩
চরফ্যাশনে  ৮০০ ইয়াবাসহ আটক ৩

৮০০টি ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে ভোলার চরফ্যাশন থানা-পুলিশ। গত সোমবার মধ্যরাতে চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের শরীফপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় নগদ ৪৪ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-মো. লিটন (৩৩), বিবি রহিমা (৩০) ও ছালেহা বেগম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে পুলিশ সোমবার মধ্যরাতে চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের শরীফপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে বিসমিল্লাহ ভবনের দ্বিতীয় তলায় ভাড়া রুম থেকে তাঁদের আটক করা হয়। তবে মূলহোতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত