Ajker Patrika

প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ২২
প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই প্রচারে নেমে পরেছেন প্রার্থীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে উপজেলার গ্রামগুলো। সব মিলিয়ে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। ইসলামি আন্দোলন বাংলাদেশের ৬ জন ও বিএনপির ১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদের জন্য নির্বাচনী লড়াই চালিয়ে যাচ্ছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে ২৭০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১৮ জন প্রার্থী লড়াই শুরু করেছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজ নিজ পছন্দের প্রার্থীর নামে প্রতীক বরাদ্দের পর প্রার্থী ও সমর্থকেরা জোরে শোরে প্রচার-প্রচারণা শুরু করেছেন। লিফলেট বিতরণসহ পোস্টার টাঙ্গিয়ে নিজেদের সরবতার জানান দিয়ে চলেছেন তাঁরা। স্থানীয় বাজারসহ রাস্তার পাশের চায়ের দোকান ও রেস্টুরেন্ট গুলোতে চোখে পড়ারমত লোকসমাগম শুরু হয়েছে। নানা মুখী আলোচনা নিয়ে প্রার্থীর কর্মী সমর্থকেরা ব্যস্ত সময় কাটাতে শুরু করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনে উপজেলার মাউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) স ম জাহিদুল ইসলাম, পুরুলিয়া ইউনিয়নে পরিষদের মো. আবু বক্কার ছিদ্দিক মোল্লা, হামিদপুর ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. উজ্জ্বল মোল্লা, ও সাধারণ সদস্য পদের ২ জন, ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মল্লিক মাযহারুল ইসলাম ও সাধারণ সদস্য পদের ১ জন প্রার্থী, সালামাবাদ ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন মোল্লা ও সাধারণ সদস্য পদের ৩ জন প্রার্থী ও পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ জন সাধারণ সদস্য পদের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত